ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সান্তাহারে শ্রমিক লীগের হামলায় পণ্ড জাপা নেতার সংবর্ধনা

প্রকাশিত: ০৪:১১, ৪ মার্চ ২০১৮

সান্তাহারে শ্রমিক লীগের হামলায় পণ্ড জাপা নেতার সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৩ মার্চ ॥ সান্তাহারে শ্রমিক লীগের হামলায় পণ্ড হয়ে গেছে যুবলীগ নেতা শফিকুল হত্যার প্রধান আসামি জামিনে মুক্ত জাতীয় পার্টির আদমদীঘি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান সুমনের সম্বর্ধনা অনুষ্ঠান। জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সংগঠনের নেতৃত্ব ও আধিপত্য বিস্তার করা নিয়ে ২০১৬ সালের ৮ জানুয়ারি দুপুরে শ্রমিক নেতা নুর ইসলাম পক্ষের সঙ্গে জাপা নেতা সুমন পক্ষের সংঘর্ষ হয়। এঘটনায় ওই দিনই নিহত হয় নুর ইসলামের ছোট ভাই সান্তাহার ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম। তার দুই দিন পর মারা যায় সংঘর্ষে আহত অটোচালক সোহরাব হোসেন সোহাগ। এ মামলায় পর্যায়ক্রমে সব আসামি উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে আসে। এর ধারাবাহিকতায় প্রায় মাসখানেক আগে জামিন লাভ করে ওই মামলার প্রধান আসামি জাপা নেতা ফেরদৌস হাসান সুমন। তিনি শনিবার সান্তাহারে আসছেন এমন খবরে মামলার বাদীপক্ষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাটি জানার পর পুলিশ উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে থেকে শান্তি বজায় রাখার পরামর্শ দেয়। পাশাপাশি জাপা নেতাকে নিয়ে শহরে কোন শোডাউন না দেয়ার নির্দেশ দেয়। এতে জাপার নেতা ও কর্মীরা সম্মত হয় এবং মেনে চলে। শনিবার ঢাকা থেকে আসার সময় বেলা সাড়ে ১২টার দিকে তার কর্মী ও সমর্থকরা আদমদীঘি থেকে অভ্যর্থনা জানিয়ে দলীয় কার্যালয় সান্তাহার শহরের পোস্ট অফিসপাড়ায় নিয়ে আসে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আবু সায়িদ মোঃ ওয়াহেদুজ্জামান জানিয়েছেন অপ্রীতিকর এ ঘটনার জন্য উপজেলা শ্রমিক লীগের নেতা ও কর্মী সমর্থকরা দায়ী। তারা স্বেচ্ছচারিতার বশে এ ঘটনা ঘটিয়েছেন। তিনি বলেছেন জাপা নেতা সুমন পার্টি কার্যালয়ে অবস্থান করছেন এই খবর পেয়ে, শ্রমিক লীগের বিপুলসংখ্যক কর্মী ও সমর্থক ধারালো অস্ত্র, লাঠি সোঠা ও লোহার রড নিয়ে জাপা কার্যালয়ে চড়াও হয়। এদিকে হামলা চালানোর খবর পেয়ে দ্রুত পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে সুমন তার কর্মী সমর্থকরা। পরে হামলাকারীরা জাপা কার্যালয়ে ঢুকে ভাংচুর চালায়।
×