ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খোকন ভূঁইয়া

‘শনিবার বিকেল’ ফারুকীর নতুন চমক

প্রকাশিত: ০৭:৪৩, ১ মার্চ ২০১৮

‘শনিবার বিকেল’ ফারুকীর নতুন চমক

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘শনিবার বিকেল’ বা স্যাটারডে আফটারনুন’। শূটিং শেষে ছবিটি রয়েছে সম্পাদনার টেবিলে। এরই মধ্যে গত ২১ ফেব্রুয়ারি প্রকাশ্যে এসেছে ছবিটির ফার্স্ট লুক। তারপর থেকে ছবিটি নিয়ে নানা আলোচনা হচ্ছে চারদিকে। যেমনটি হয়েছিল ডুব ছবির মুক্তির আগে। ‘শনিবার বিকেল’ ছবির নাম ঘোষণা থেকে শূটিং সম্পন্ন করা, সব কিছুই অনেকটাই গোপনে করা হয়েছে। আর এই বিষয় নিয়েই অনেকে সমালোচনা করছিলেন। এবার সমালোচকদের জবাব দিয়েছেন ফারুকী। নিজের ফেসবুক এ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে তিনি বলেন, বেশিরভাগ গণমাধ্যমে ‘শনিবার বিকেলকে ‘সিক্রেট প্রোজেক্ট’ বা ‘গোপনে শূটিং করা হয়েছে’, ‘কাউকে জানতে দেয়া হয়নি’ এ রকম আর কিছু কথা উল্লেখ করা হয়েছে। আমি ঠিক বুঝলাম না, যে ছবির জন্য সমস্ত সরকারী প্রটোকল মেনে অনুমতি নেয়া হয়েছে, ছবির কলাকুশলীদের জন্য যথাযথ ওয়ার্ক পারমিট নেয়া হয়েছে, ছবির কাস্টিং বা শূটিং শুরুর খবর প্রেসে এসেছে- সেটা সিক্রেট বা গোপন হয় কী কিভাবে? ফারুকী আরও লেখেন, শূটিং তো গোপনেই করা হবে। এটাতো চূড়ান্ত গোপনীয় জিনিস হওয়ারই কথা। সেজন্যই তো ছবির কলাকুশলীরা পর্যন্ত নন ডিসক্লোজার এ্যাগ্রিমেন্ট সাইন করেন। নাকি আমরা ফেসবুক লাইভে শূটিং করব? সিনেমা তো প্রকাশ হবে পর্দায়। এর আগ পর্যন্ত তো সবই গোপন থাকার কথা বা ততটুকুই প্রকাশ হওয়ার কথা যতটুকু প্রোডাকশন কোম্পানি চায়। আমার তো মনে হয় আমার সব সিনেমাই এইরকম গোপনীয়তার মধ্যেই করছি। উল্লেখ্য, এর আগে খবর বেরিয়েছিল গুলশানের হলি আর্টিজান বেকারির নারকীয় তা ব নিয়ে ‘হলি বেকারি’ নামের একটি ছবি বানাবেন ফারুকী। সবার ধারণা এটাই বোধ হয় সেই ছবি। বিষয়টি পরিষ্কার করলেন নির্মাতা। এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘এই ছবিটি হলি আর্টিজান ঘটনার পুনর্নির্মাণ নয় বলা যেতে পারে ইনসপিরেশন। হলি আর্টিজানে ট্র্যাজেডি যেমন আছে, তেমনি আছে বীরত্বগাথা, এসব আমাদের অনুপ্রেরণা। আমাদের গল্পের চরিত্রগুলোর সঙ্গে হলি আর্টিজানের ঘটনার চরিত্রের সঙ্গে কোন মিল নেই। সেখান থেকে উৎসাহ নিলেও এখানে ভিন্ন রকম একটা গল্প বলা হয়েছে।’ ‘একটা শনিবার বিকেল, সুন্দর বিকেল, ঝরঝরে বিকেল, চমৎকার বিকেল, কী করে দুঃসহ ও বিভীষিকাময় হয়ে উঠল, তা-ই বলতে চেয়েছি। কিন্তু আমাদের গল্পটা শেষ পর্যন্ত বিভীষিকাময় থাকল না, আমাদের গল্পটা শেষ পর্যন্ত আশার। আমাদের গল্পটা বিভীষিকার ব্যাকড্রপে বানানো হলেও আমাদের গল্পটা শেষ পর্যন্ত স্বপ্ন দেখা আশা নিয়ে বললেন ফারুকী। যদিও আমরা কখনও একক বা একাধিক শট উল্লেখ করতে চাইনি (তবে আমরা দর্শকদের একক শট ফিল্ম দেখি না এমন মনে করতে পছন্দ করি না) তবে আমি মনে করি আমাদের সংবাদপত্রে এবং সোশাল মিডিয়ায় অনেকগুলো অনুমানের কারণে এই আনুষ্ঠানিকভাবে কথা বলতে হবে। শনিবার বিকেল আনুষ্ঠানিকভাবে একটি শট ফিল্ম। এবং হ্যাঁ এটা একটি বন্দী নাটক। কিন্তু না, এটি কোন বাস্তব ঘটনা পুনর্গঠন করে না। সময়কাল! এই ছবিটি তৈরি করার সময় আমরা কিছু আশ্চর্যজনক অভিজ্ঞতা দিয়ে চলেছি। আশা করি ফিল্মটি কিছু নতুন দৃষ্টিভঙ্গির প্রস্তাব দেবে। আশা করি বিপর্যয়ের পেছনে আশাবাদী হতে পারে! মোস্তফা সরয়ার ফারুকীর ‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’ ছবিতে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা, ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা ইয়াদ হুরানি, পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ।
×