ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বালুর টাকার দ্বন্দ্ব ॥ রূপগঞ্জে ছাত্র হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৪:৫২, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

বালুর টাকার দ্বন্দ্ব ॥  রূপগঞ্জে ছাত্র হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হারিন্দা এলাকার কলেজ শিক্ষার্থী এমরান মোল্লাকে (২৫) প্রতিপক্ষের সন্ত্রাসীরা বালুর টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরেই হাত-পা ও গলা কেটে হত্যা করেছে বলে নিহতের পরিবারের সদস্যরা দাবি করেছেন। এ ঘটনায় নিহত এমরান মোল্লার বড় ভাই মোস্তফা মোল্লা বাদী হয়ে ৭ জনকে নামীয় ও অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। গত ১৪ ফেব্রুয়ারি সকালে হারিন্দা এলাকার কোটবাড়ির গোপ এলাকার শীতলক্ষ্যা নদীর মাছের ঘেরের ঝোপ থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি এমরান মোল্লার বলে দাবি করেন পরিবারের সদস্যরা। নিহত এমরান মোল্লা উপজেলার হারিন্দার মৃত আব্দুল মবিন মোল্লার ছেলে। এমরান মোল্লা স্থানীয় আব্দুল হক ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জোবায়ের জানান, ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর হারিন্দার বাড়ি থেকে নিখোঁজ হন এমরান মোল্লা। যথাসময়ে বাড়িতে ফিরে না আসার কারণে পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি করার পর পুলিশ আশপাশের থানাসহ বিভিন্নস্থানে এমরান মোল্লার বিষয়ে মেসেজ দেয়। এ বছরের ১৪ ফেব্রুয়ারি সকালে হারিন্দার কোটবাড়ির গোপ এলাকার শীতলক্ষ্যা নদীতে মাছ ধরার সময় মাছের ঘেরের খুঁটি ওঠাতে গিয়ে একটি পচাগলা লাশ ভেসে ওঠে। লাশটি এমরান মোল্লার বলে শনাক্ত করেন বড় ভাই মোস্তফা মোল্লা। গলিত লাশের সঙ্গে মাথার কোন অস্তিত্ব নেই। কাঁধ হতে দুই হাত নেই। নেই হাঁটুর নিচ থেকে দুই পা। লাল ও কালো বৈদ্যুতিক তার দিয়ে বাঁধা ছিল। পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন ও ডিএনও টেস্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। এদিকে, এ ব্যপারে নিহত এমরান মোল্লার ভাই মোস্তফা মোল্লা বাদী হয়ে ৭ জনকে নামীয় ও অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
×