ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সাফের আগে পেশাদার দল গড়ার পরিকল্পনা

প্রকাশিত: ০৪:৪২, ২১ ফেব্রুয়ারি ২০১৮

সাফের আগে পেশাদার দল গড়ার পরিকল্পনা

স্পোর্টস রিপোর্টার ॥ সাফ চ্যাম্পিয়নশিপের আগে পুরোপুরি পেশাদার জাতীয় ফুটবল দল গড়ে তোলা হবে। সাভারের জিরানির বিকেএসপিতে বেশ জোরেশোরেই চলছে বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্প। খেলোয়াড়দের ফিনিশিং থেকে শুরু করে স্কিল নিয়েও কাজ করছেন কোচ এ্যান্ড্রু অর্ড। লাওসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে কাতার ও থাইল্যান্ডে অনুশীলন ক্যাম্প বেশ কাজে দেবে বলে মনে করেন সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি। বিকেএসপির আর্টিফিশিয়াল টার্ফে অনুশীলন করছেন মামুনুল-মতিনরা। এই টার্ফ থেকেই হয়তো নতুন করে স্বপ্ন বুনছেন ফুটবলাররা। পুরো একটা বছর ছিল না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোন খেলা। লাল-সবুজের জার্সিটাও গায়ে জড়ানো হয়নি। তবে সামনেই আবারও শুরু হচ্ছে ব্যস্ততা। তাই নতুন বছরে আবারও নতুন স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করছে বাংলাদেশ ফুটবল দল। কন্ডিশন, ফিটনেস এবং গেম সিচুয়েশন নিয়ে কাজ করা হচ্ছে। ফিনিশিংয়ের মেন্টালিটি তৈরির চেষ্টা চলছে। বয়সভিত্তিক দলগুলো অনেক গোল করে, সিনিয়র টিম কেন গোল পায় না? এই বিষয়ে সমন্বয়ের জন্যই কাজ করছেন অর্ড-রক্সি। আন্তর্জাতিক ফুটবলে ফিরতে এখনও মাসখানেক বাকি। লাওসের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন মামুনুলরা। গত বছরে নিয়োগ পাওয়া কোচ অর্ডেরও অভিষেক হবে ডাগআউটে। তার আগে কাতার ও থাইল্যান্ডে ক্যাম্প করবে ফুটবল দল। খবরগুলো পুরনো হলেও এ যেন দেশের ফুটবলের নতুন করে জেগে ওঠার বার্তা। আর দেশের বাইরের ক্যাম্প ও প্রীতি ম্যাচ বেশ কাজে দেবে বলেই মনে করেন কোচ। দল প্রীতি ম্যাচ খেলবে। এর পাশাপাশি তবে সেখান থেকে শিষ্যদের সমস্যাগুলোও বের করে আনার চেষ্টা করবেন কোচরা। কোথায় দলের ঘাটতি আছে, কোথায় তারা পিছিয়ে আছে, সেটার ওপর আবার এক মাস কাজ করবেন তারা। আগামী সেপ্টেম্বরে দেশের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে একটি পরিপূর্ণ দল হিসেবে দাঁড় করানোর প্রক্রিয়া চলছে। খেলোয়াড়দের মাঝে পেশাদারিত্ব ফিরিয়ে আনাও বড় চ্যালেঞ্জ বলে মানছেন কোচ। রক্সির মতে, ‘একটা নতুন টিম তৈরির চেষ্টা করছি। এরা যাতে অনেকদিন ধরে খেলতে পারে সেভাবেই প্রস্তুত করা হচ্ছে। ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা বয়সভিত্তিক দল থেকেও খেলোয়াড় নিয়েছি যাতে সিনিয়র-জুনিয়র একটা সমন্বয় হয়।’ এএফসি কাপের ম্যাচ থাকায় এখনও দলের সঙ্গে ক্যাম্পে যোগ দেননি ঢাকা আবাহনীর ফুটবলাররা। বিকেএসপিতে দু’সপ্তাহ কঠোর অনুশীলন করবেন মামুনুলরা। ২৮ ফেব্রুয়ারি কাতারে অনুশীলনের জন্য গেলেও দলটি দেশে ফিরবে ১৪ মার্চ। এরপর ১৯ মার্চ থাইল্যান্ডের উদ্দেশে রওনা হবে জাতীয় ফুটবল দল। সেখানে ২১ ও ২৩ মার্চ স্থানীয় দু’টি ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের দল। সেখান থেকেই দু’দিন পর তারা পৌঁছুবে লাওসে স্বাগতিক জাতীয় দলের বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে। সেখান থেকে আবার ২৭ মার্চ ঢাকায় ফিরবে দলটি। এভাবেই চলবে সাফের প্রস্তুতি।
×