ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেলে খালেদা জিয়ার সঙ্গে পরিবারের ৫ সদস্য দেখা করেছেন

প্রকাশিত: ০৫:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

জেলে খালেদা জিয়ার  সঙ্গে পরিবারের  ৫ সদস্য দেখা  করেছেন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের পাঁচ সদস্য দেখা করেছেন। রবিবার বিকেল সোয়া ৪টায় কারাগারে ঢুকে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের সময় তারা বেরিয়ে যান। অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান খালেদার সঙ্গে স্বজনদের সাক্ষাতের বিষয়টি জনকণ্ঠকে নিশ্চিত করেছেন। তবে খালেদার স্বজনরা অপেক্ষমাণ সাংবাদিকদের পথ থেকে ভিন্ন পথে প্রবেশ করে ও চলে যাওয়ার এ বিষয়ে কোন কথা বলেননি। কর্নেল ইকবাল জানান বলেন, জেল সুপারের অনুমতিক্রমে খালেদা জিয়াকে দেখতে আসা স্বজনদের মধ্যে সেলিনা ইসলাম ছাড়াও ছিলেন ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক ইস্কান্দার। ভাগ্নি আসিফা ইসলাম, ভাগ্নে মোঃ হাসান। জানা গেছে, কারাবিধি অনুযায়ী খালেদা জিয়ার সঙ্গে স্বজনরা মোট ৩০ মিনিট কথা বলেন। তারা সাবেক সিনিয়র জেল সুপারের কক্ষের পাশের খোলা স্থানে বসে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে। বিদেশ থেকে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছর এবং তার ছেলে তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে ১০ বছরের কারাদ- প্রদান করেন আদালত। এরপর থেকেই সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের মহিলা সেলের ডে কেয়ার সেন্টারের দোতলায় রাখা হয়েছে।
×