ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শীঘ্রই নতুন বিভাগ পদ্মা, সদর দফতর হবে ফরিদপুরে ॥ খন্দকার মোশাররফ

প্রকাশিত: ০৫:০৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

শীঘ্রই নতুন বিভাগ পদ্মা, সদর দফতর হবে ফরিদপুরে ॥ খন্দকার মোশাররফ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৬ ফেব্রুয়ারি ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকা থেকে আলাদা করে কয়েকটি জেলা নিয়ে ‘পদ্মা’ নামে নতুন একটি বিভাগ করা হবে। এ বিভাগের সদর দফতর স্থাপন করা হবে ফরিদপুরে । শুক্রবার বেলা ১১টার দিকে ফরিদপুরের বদরপুরে নিজ বাড়ি আফসানা মঞ্জিল প্রাঙ্গণে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন মন্ত্রী। সদর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। খন্দকার মোশাররফ বলেন, শেখ হাসিনার সরকার দেশের সার্বিক উন্নয়নে বিশ্বাস করে। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন মাথাপিচু গড় আয় ছিল ৫৩০ ডলার আর এখন সেটা দাঁড়িয়েছে ১৬১০ ডলারে। ‘গত নয় বছরে মাথাপিছু আয় তিনগুণের বেশি বেড়েছে’ মন্তব্য করে মন্ত্রী বলেন, এটা সম্ভব হয়েছে শুধু শেখ হাসিনার প্রাজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের কারণে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, অচিরেই ঢাকা থেকে আলাদা করে কয়েকটি জেলা নিয়ে ‘পদ্মা’ নামে নতুন একটি বিভাগ করা হবে। এ বিভাগের হেডকোর্য়ার্টার স্থাপন করা হবে ফরিদপুরে । তখন ফরিদপুর অঞ্চলের মানুষের আর তেমন কোন জরুরী কাজ না থাকলে ঢাকায় যেতে হবে না ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু নঈম মোঃ আব্দুস ছবুর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন ওরফে বাবর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হক প্রমুখ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিন। তিনি বলেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ শান্তিতে থাকতে পারে, আর বিএনপিকে ভোট দিলে দেশ আগের মতো সন্ত্রাস ও দুর্নীতিতে ভরে গিয়ে ডুবে যাবে। পরে মন্ত্রী সদর উপজেলার ৯২টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও ৬২টি নদী ভাঙ্গন পরিবারের মাঝে ৩ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করেন।
×