ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে বসতভিটা রক্ষার দাবি

প্রকাশিত: ০৪:৩৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

 ময়মনসিংহে বসতভিটা রক্ষার দাবি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে বসতভিটা রক্ষার দাবিতে সংখ্যালঘু পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীসহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। শুক্রবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দ্রুত এই হস্তক্ষেপ কামনা করে বলা হয়, স্থানীয় আব্দুল্লাহ আল মামুন ও তার সাঙ্গোপাঙ্গরা যে কোন সময় নগরীর ৯ নম্বর মহারাজা রোডের বসতভিটা থেকে সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদ করার পায়তারা চালাচ্ছে। উচ্ছেদ ও হামলার আশঙ্কায় পরিবারটি চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয় বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দকে অবহিত করার পরও কোন সাড়া মেলেনি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিপ্লব গুহ মানিক। এ সময় মিরা রানী গুহ ও ¯েœহাশীষ চৌধুরী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ময়মনসিংহ নগরীর ৯ ও ১১ নম্বর মহারাজা কুমোদ চন্দ্র সিংহ রোডের ১২ শতকের কিছু বেশি জায়গা স্বর্গীয় শিশির কুমার গুহ জীবদ্দশায় তার পুত্র সুখময় গুহ, সুবিনয় গুহ, বিপ্লব গুহ মানিক, কন্যা মিরা রানী গুহ ও স্ত্রী খনা রানী গুহের নামে অছিয়ত উইল করে যান। এই জায়গায় বিপ্লব গুহ মানিক ও মিরা রানী তাদের পালক বাবা ¯েœহাশীষ চৌধুরী নিয়ে বসবাস করে আসছেন। সুখময় ভারতে এবং সুবিনয় গুহ ময়মনসিংহ নগরীর আরেক জায়গায় বাস করছেন। সর্বশেষ বিআরএস রেকর্ডে ওই জায়গাটি ভারতে থাকা সুখময় গুহের নামে রেকর্ডভুক্ত হলে তা সংশোধনের জন্য ময়মনসিংহে ল্যান্ড ট্রাইব্যুনালে মামলা করেন বিপ্লব গুহ মানিক। মামলাটি চলমান। কিন্তু ইতোমধ্যে সুখময় গুহ এই জায়গাটি স্থানীয় আব্দুল্লাহ আল মামুনের নামে আমমোক্তার নামা(পাওয়ার অব এটর্নি) করে দেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, এরপর আব্দুল্লাহ আল মামুন কয়েক দফা হামলা ও ভাংচুর চালিয়ে ১১ নম্বর মহারাজা রোডের পুরো জায়গা জবর দখল করে নেন এবং এখন ৯ নম্বর মহারাজা রোডের জায়গাসহ বাসাবাড়ি দখলের হুমকি দিচ্ছেন।
×