ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আসছে ধারাবাহিক ‘বাউন্ডুলে’

প্রকাশিত: ০৬:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০১৮

আসছে ধারাবাহিক ‘বাউন্ডুলে’

স্টাফ রিপোর্টার ॥ নতুন ধারাবাহিক ‘বাউন্ডুলে’ নাটকের শূটিং চলছে ঢাকা এবং এর আশে পাশের বিভিন্ন মনোরম লোকেশনে। এটিএনবাংলায় প্রচারের জন্য নির্মিতব্য এই নাটকটি যৌথভাবে রচনা করেছেন বরজাহান হোসেন ও মৃত্যুঞ্জয় সরদার। একটি নব্য সকাল ক্রিয়েটিভি মিডিয়া প্রযোজিত নাটকটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। কুড়িল বিশ্বরোডের ৩০০ ফিট রাস্তায় পূর্বাচলের গুতিয়াবো ও কেরিয়া এলাকায় হেলিকপ্টারে এ নাটকের শূটিং হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, গুলশানারা আক্তার চম্পা, অনিসুর রহমান মিলন, মৌসুমি হামিদ, আনিকা কবির শখ, মারজুক রাসেল, ফারুক আহমেদ, মাহমুদুল ইসলাম মিঠু, সালমান মোক্তাদির, এ্যালেন শুভ্র, অরিন, অঞ্জলী সাথী, অলিউল হক রুমি, কচি খন্দকার, প্রাণ রায়, রিফাত চৌধূরী, নাবিলা ইসলাম, তানিন তানহা, আশিক, তারিক স্বপন, নূর আলম নয়ন, জামিল, কাজী রাজু, আহসান কবির, কবির তিথি, শামিম আহমেদ, সঞ্জীব সরকার, মাসুদ রানা মিঠু, শরিফুল ইসলাম, বাবর, স্বপ্না আক্তার প্রমুখ। হেলিকপ্টারে নাটকের শূটিং প্রসঙ্গে পরিচালক ফরিদুল হাসান বলেন, ‘বাউন্ডুলে’ নাটকে ললিতা চরিত্রে অভিনয় করছেন চিত্রলেখা গুহ। কচি খন্দকার তার ভালবাসার মানুষ। তাদের সম্পর্ক দীর্ঘ দিনের। কিন্তু কচি খন্দকার কথা দিয়েও চিত্রলেখা গুহকে বিয়ে করে না। তাকে ফাকি দিয়ে এখানে সেখানে পালিয়ে বেড়ায়। অবশেষে খবর পায় কচি খন্দকার এই এলাকায় আছে। আর দেরি না করে হেলিকপ্টার নিয়ে তাকে উঠিয়ে নিতে আসে ললিতা। আজই তাকে মন্দিরে নিয়ে বিয়ে করবে সে। এমনিভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী। নাটক প্রসঙ্গে অভিনেত্রী চিত্রলেখা গুহ বলেন, আমি খুবই এক্সাইটেড। আমার ২৪ বছরের অভিনয় ক্যারিয়ারে আমি কখনই হেলিকপ্টারে উঠিনি। আজ প্রথম উঠলাম। এ অভিজ্ঞতার কথা আমি কোনো দিনও ভুলব না। নাটকের পরিচালক ফরিদুল হাসান এবং লেখক বরজাহান হোসেন ও মৃত্যুঞ্জয় সরদারের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের কারণেই আজ আমার একটি স্বপ্ন সফল হলো। এই নাটকে ধূমপান করাও আমার জীবনে আরও একটি প্রথম ঘটনা। সব ঠিক আছে কিন্তু ধূমপান নিয়ে ছিল আমার যত আপত্তি। বিষয়টি শুনে আমার সন্তানরা আমাকে উৎসাহিত করে। আমি তো অবাক! যাদের জন্য আমার আপত্তি, তারাই কিনা আমাকে উৎসাহিত করছে। নাটকটিতে কাজ করে সত্যি এনজয় করছি।
×