ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেকনাফে রোহিঙ্গা ভর্তি নৌকাডুবি, ৩ শিশুর মৃত্যু উদ্ধার ৫১

প্রকাশিত: ০৬:১১, ৯ ফেব্রুয়ারি ২০১৮

টেকনাফে রোহিঙ্গা ভর্তি নৌকাডুবি, ৩ শিশুর মৃত্যু উদ্ধার ৫১

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে আবারও অনুপ্রবেশকারী অর্ধশতাধিক রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য নৌকায় করে মিয়ানমার থেকে পালিয়ে আসছিল তারা। ওই সময় ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আরও ৫১ জন রোহিঙ্গা প্রাণে বেঁচে যায়। বৃহস্পতিবার ভোরে টেকনাফের সাবরাং খুরের মুখ সংলগ্ন সাগরে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে- মিয়ানমারের বুচিদং কুলপাতং পাড়ার আব্দুল হাইয়ের ৯ বছরের শিশু সন্তান আব্দুল নবী, মোহাম্মদ ইয়াছিনের চার মাস বয়সী শিশু ওমর সালমা ও আব্দুল আজিজের সাত মাস বয়সী শিশু মোঃ আয়ুব। উদ্ধার হওয়া রোহিঙ্গা মোঃ রফিক জানায়, স্বজনদের মুঠোফোনে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভাল অবস্থানের খবর পেয়ে আমরা ৫৪ জন বাংলাদেশে পালিয়ে আসতে প্রস্তুত হই। আমাদের বোটের ভাড়াও দিয়েছে বাংলাদেশে অবস্থানকারী পুরনো রোহিঙ্গা নেতারা। বুধবার মধ্যরাতে মিয়ানমার থেকে ৫৪ জন রোহিঙ্গা নৌকায় উঠে সাগর পাড়ি দিয়ে কূলের কাছাকাছি আসে। তবে ভাগ্য খারাপ। ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে যায়। এতে আমরা পানিতে পড়ে গেলে তিন শিশু নিখোঁজ হয়। সকালে স্থানীয়রা তাদের মরদেহ খুঁজে পায়। টেকনাফ থানার ওসি বলেন, বৃহস্পতিবার ভোরে মিয়ানমার থেকে সাগর পথে নৌকায় করে একদল রোহিঙ্গা পালিয়ে এসেছে। ওই সময় পানিতে ডুবে মৃত্যু হয়েছে তিন শিশুর। স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় তাদের লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য, ইতোপূর্বে ২৯টি নৌকা-ট্রলার ডুবে সাগর ও নাফ নদীতে দুই শতাধিক রোহিঙ্গা মারা গেছে।
×