ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কালো ধোঁয়ায় আচ্ছন্ন রাজশাহী চিড়িয়াখানা

প্রকাশিত: ০৪:২২, ৮ ফেব্রুয়ারি ২০১৮

কালো ধোঁয়ায় আচ্ছন্ন রাজশাহী চিড়িয়াখানা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সীমানা প্রাচীর ঘেঁষেই জেলা ও মহানগর পুলিশ লাইন। পুলিশ লাইনের বাউন্ডারির ভেতরে পুলিশে পুরানো (বাজেয়াপ্ত) পোশাক পরিচ্ছদ ও বিভিন্ন মালামাল পোড়ানোর ফলে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো পার্ক। ফলে দর্শনার্থীরা চরম বিড়ম্বনার শিকার হন। বুধবার সকালে পার্কের মধ্যে এমন দৃশ্য দেখা যায়। পার্কে বেড়াতে আশা দর্শনার্থীদের অভিযোগ, সকাল থেকে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। এতে তাদের ভেতরে টেকা দায় হয়ে পড়ে। দর্শনার্থীরা অভিযোগ করেন টাকা দিয়ে তারা পার্কে প্রবেশ করেন খানিক বিনোদনের জন্য। তবে এ অবস্থায় বিনোদন তো দূরের কথা পার্ক থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তারা অভিযোগ করেন পুলিশ লাইনের মধ্যে পুরোনো মালামাল পুড়ানোর জন্য তাদের চুল্লি থাকা দরকার। এভাবে পার্কের প্রাচীর ঘেঁষে উন্মুুক্তভাবে মালামাল পুড়ালে দর্শনার্থীরা বিড়ম্বনার মধ্যে পড়বে। পার্কের প্রাণিদের স্বাস্থ্যহানীর শঙ্কাও রয়েছে। জানা গেছে, পুলিশ লাইনে প্রায় উন্মুক্তভাবে পোড়ানো হয় পুলিশের পুরানো রাবারের জুতা, প্লাস্টিকের হেলমেট, রাবারে ভাঙ্গা ঢালসহ নানা বাজেয়াপ্ত উপকরণ ও আবর্জনা। এই সব আবর্জনার বিষাক্ত কালো ধোঁয়া পাশের চিড়িয়াখানায় প্রবেশ করছে। ফলে দর্শনার্থীসহ পশু-পাখিদের চরম ক্ষতি করছে। ক্ষতি করছে পরিবেশ ও গাছপালার। রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ডাঃ ফরহাদ হোসেন বলেন, পুলিশ লাইনের ভেতরে পুরানো মালামাল পুড়ানো হয়। এর কালো ধোঁয়ায় চিড়িয়াখানা আচ্ছন্ন হয়ে পড়ে। প্রায় এ ধরনের ঘটনা ঘটে বলে জানান চিড়িয়াখানার কর্মরত রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মচারীরা। তারা বলেন, যেদিন মালামাল পোড়ানো হয়, সেদিন দর্শনার্থীরা পার্কের মধ্যে থাকতে পারেন না। বাধ্য হয়ে বেরিয়ে যান। অনেকে ক্ষোভ প্রকাশ করেন। বুধবার সকালে সরেজমিনে গিয়ে চিড়িয়াখানার মধ্যে এমন দৃশ্য দেখা যায়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে চিড়িয়াখানার পশুপাখিও জড়ষড় হয়ে থাকতে দেখা যায়। দর্শনার্থীদের নাকে রুমাল চেপে বেরিয়ে আসতেও দেখা যায়। তারা বলেন পুলিশ লাইনের ভেতরে মালামাল পোড়ানোর সময় বিকট আওয়াজও পেয়েছেন তারা। এতে দর্শনার্থীদের অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, বিষয়টি তার জানা নেই। তবে পুলিশ লাইনে বাজেয়াপ্ত কোন মালামাল পোড়ানো হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। তবে এমন ঘটনা সব সময় না হওয়ার কথা বলে জানান এ কর্মকর্তা।
×