ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেলিমের হুঁশিয়ারি

জামানত বাড়ালে সিপিবি সংসদ নির্বাচনে অংশ নেবে কি না ভেবে দেখবে

প্রকাশিত: ০৮:০১, ৬ ফেব্রুয়ারি ২০১৮

 জামানত বাড়ালে সিপিবি সংসদ নির্বাচনে অংশ নেবে কি না ভেবে দেখবে

স্টাফ রিপোর্টার ॥ প্রার্থীদের জামানত বাড়ানো হলে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অংশ নেবে কিনা ভেবে দেখবে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সোমবার পুরানা পল্টনস্থ মুক্তি ভবনে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভার সমাপ্তি দিনে নির্বাচন কমিশনের প্রতি এ হুঁশিয়ারি দেন তিনি। দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আলোচনাকালে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, নিবন্ধিত তিনটি বাম দল সিপিবি, বাসদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যৌথ প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাত করেছে সম্প্রতি। এসময় প্রধান নির্বাচন কমিশনার নিশ্চিত করেছিলেন নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানত বৃদ্ধির কোন উদ্যোগ নিচ্ছে না। কিন্তু আমরা সংবাদ মাধ্যমে দেখছি, নির্বাচন কমিশন বর্তমান জামানত ২০ হাজারকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)’র খসড়া তৈরি করেছে। তিনি বলেন, আমরা তিন বাম দল প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে নির্বাচন কমিশনকে বিদ্যমান জামানত ২০ হাজার থেকে কমিয়ে ৫ হাজার টাকা করা, ভোটার তালিকার সিডি ক্রয় বাধ্যতামূলক না করা, করারোপযোগ্য আয়ের নিচের প্রার্থীদের জন্য টিআইএন সনদ বাধ্যতামূলক না করা, জাতীয় সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা গ্রহণের ব্যবস্থা করাসহ ১৮ দফা সুপারিশ করা হয়।
×