ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজনীতির মাঠ উত্তপ্ত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের ঘণ্টাব্যাপী বৈঠক

প্রকাশিত: ০৫:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত  আমিরের ঘণ্টাব্যাপী  বৈঠক

চট্টগ্রাম অফিস/ফটিকছড়ি প্রতিনিধি ॥ চলতি বছরের শেষার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর আগামীতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এ দুটি ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ময়দানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ইতোমধ্যে আওয়ামী লীগ ও বিএনপির পক্ষে মামলার রায়ের দিন মাঠে অবস্থান নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম ঘোষণা দিয়েছেন, বেগম জিয়ার বিরুদ্ধে যে কোন সাজার রায় হলেই রাজপথে কঠোর কর্মসূচী দেয়া হবে। বিপরীতে আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নৈরাজ্য সৃষ্টি করা হলে কঠোর হাতে দমন করা হবে। নবনিযুক্ত আইজিপিও বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় পুলিশ থাকবে সর্বোচ্চ সতর্কাবস্থানে। দেশের রাজনীতি টালমাটাল অবস্থার দিকে ধাবিত হচ্ছে বলে প্রতীয়মান। আওয়ামী লীগ সমর্থিত জোটের দলগুলো যেমন ঐক্যবদ্ধ হচ্ছে, তেমনি বিএনপি নেতৃত্বাধীন জোটের অবস্থান কি তা এখনও পরিষ্কার নয়। জামায়াতে ইসলাম বিএনপির সরকারবিরোধী আন্দোলনে অংশ নেবে কি নেবে না তা এখনও পরিষ্কার নয়। এমনিতর পরিস্থিতিতে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হাটহাজারীতে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফির সঙ্গে সাক্ষাত করেছেন। হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা অভ্যন্তরে বৈঠকের পূর্বে সরকারদলীয় নেতা ও প্রশাসনের কর্মকর্তা গেলেও স্বরাষ্ট্রমন্ত্রী কিছু সময় একান্তে কথা বলেন, আল্লামা আহমদ শফীর সঙ্গে। হেফাজতের আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক সম্পর্কে বলা হয়েছে, এটি একটি সৌজন্যমূলক সাক্ষাত। বৈঠকের আগে মাদ্রাসায় এসে পৌঁছুলে মন্ত্রীকে স্বাগত জানান প্রতিষ্ঠানের মুফতি জসিম উদ্দিন ও মাওলানা আনাস মাদানী। স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় একঘণ্টা হেফাজতের আমিরের সঙ্গে বৈঠক করেন। সেখানে আসরের নামাজ আদায় করেন। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী হেফাজতের আমিরের সঙ্গে কুশল বিনিময় করতে এসেছেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খান কামালের এটাই প্রথম হাটহাজারী সফর। মন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে একটি আবাসিক ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। হেফাজত সূত্রে জানানো হয়েছে, আল্লামা শফী স্বরাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, এ মাদ্রাসায় কোন জঙ্গী নেই এবং জঙ্গীবাদের সঙ্গে কোন সম্পৃক্ততাও নেই। হেফাজত আমির মন্ত্রীকে কওমী মাদ্রাসার স্বীকৃতি আইন সংসদে পাস করার আহ্বান জানান। মন্ত্রী আমিরকে এ ব্যাপারে আশ্বস্ত করেন। বৈঠক শেষে বেরিয়ে আসার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি বেগম জিয়ার বিরুদ্ধে যে রায় হবে তা কার্যকর করা হবে। তিনি আরও বলেন, আইনী প্রক্রিয়ায় বিচার কার্যক্রম চলছে। বিচারে যা হবে তাই বাস্তবায়ন হবে। এ নিয়ে কোন বিভ্রান্তি ছড়ানোর অবকাশ নেই। মাওলানা শফির সঙ্গে কেন সাক্ষাত করতে এসেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, দেশ ও দশের জন্য হুজুরের কাছ থেকে দোয়া নিতে এসেছি। এটা কোন রাজনৈতিক কর্মসূচী নয়। তবে মাওলানা শফী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের ব্যাপারে বিভিন্ন সূত্রে জানা গেছে, আগামী ৮ ফেব্রুয়ারি বেগম জিয়ার বিরুদ্ধে মামলার রায় ও বছরের শেষার্ধে সংসদ নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে, যা একান্ত গোপন রাখা হয়েছে। বিশেষ করে ৮ ফেব্রুয়ারি বেগম জিয়ার রায়কে কেন্দ্র করে হেফাজতের প্রতিক্রিয়া কি হতে পারে তা তিনি জেনেছেন আহমদ শফীর কাছ থেকে। ঘণ্টাব্যাপী ওই আলোচনায় আগামী নির্বাচনে হেফাজতের অবস্থান কী হবে সে মেসেজও মন্ত্রী নিয়ে গেছেন বলে আলোচিত হচ্ছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে ফটিকছড়ি লায়লা কবির কলেজ মাঠে অবতরণ করেন। পরে যোগ দেন উপজেলার নানুপুর ওবায়দিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। যারা প্রকৃত অর্থে ইসলামকে ধারণ করেন তারা কখনও জঙ্গী হতে পারে না। কেননা, ইসলাম জঙ্গীবাদকে সমর্থন করে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলাম মানুষ হত্যাকারীদের অনুমোদন করে না। বর্তমান সময়ে বিশ্বজুড়ে ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্য ওঠেপড়ে লেগেছে। তাই আমাদের সকলের ঈমানকে মজবুত করতে হবে। দেশে বর্তমানে সরকারবিরোধী যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে সজাগ হতে হবে। মাদ্রাসা প্রধান মাওলানা সালাউদ্দিন নানুপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার কওমী মাদ্রাসার শিক্ষাকে স্বীকৃতি দিয়েছে। সনদপ্রাপ্তির ব্যবস্থা করেছে। এর প্রধান লক্ষ্য হচ্ছে কওমী মাদ্রাসায় শিক্ষিতরা যাতে দক্ষ জনসম্পদে পরিণত হতে পারে। এ মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপি, স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান, ফটিকছড়ির সাবেক এমপি মাজহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মনিরুজ্জামান মনির, এসপি নুরে আলম মিনা, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার, ফটিকছড়ি আওয়ামী লীগ সভাপতি মুজিবুল হক, সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, মাওলানা মাহমুদুল হাসান মমতাজী প্রমুখ। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রীর ফটিকছড়ি ও হাটহাজারী সফরকে কেন্দ্র করে পুলিশী ব্যবস্থা ছিল জোরদার।
×