ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রংপুরে সড়ক দুর্ঘটনা

প্রবেশপত্র নিয়ে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

প্রকাশিত: ০৬:২১, ১ ফেব্রুয়ারি ২০১৮

প্রবেশপত্র নিয়ে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ৩১ জানুয়ারি ॥ বদরগঞ্জে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র তুলতে এসে প্রাণ গেল দুই বন্ধুর,আহত হয় একজন। বুধবার বেলা সাড়ে ১১টায় সেরাজুল ইসলাম (১৬) ও তার দুই বন্ধু মিলন (১৮) ও রোকন (১৮) মোটরসাইকেলে চেপে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নেয়ার জন্য বদরগঞ্জ হাইস্কুলে আসে। এরপর দুপুরে ওই প্রবেশপত্র তুলে বাড়ি যাওয়ার পথে টেক্সের হাট পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রাণ হারান সেরাজুল। পরে স্থানীয় লোকজন তার সঙ্গে থাকা আহত দুই বন্ধুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। এ সময় আহতদের বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোকনের মৃত্যু হয়। তাদের বাড়ি উপজেলার রামনাথপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত খালেক উদ্দিনের ছেলে সেরাজুল ইসলাম। অপরজন একই ইউনিয়নের সরদারপাড়া গ্রামের জিয়ারুলের ছেলে। শ্রীপুরে পিক-আপ উল্টে নিহত তিন স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার মুরগি বোঝাই একটি পিক-আপ উল্টে ৩ যাত্রী নিহত ও ২ জন আহত হয়েছে। নিহতরা হলো- যশোর কোতোয়ালি থানার জগন্নাথপুর গ্রামের সৈয়দ আব্দুর রশীদ মীরের ছেলে সৈয়দ আব্দুল হালিম (৫০), গাজীপুর সদর উপজেলার খাইলকুর গ্রামের আবুল হোসেনের ছেলে আশিকুর রহমান (২০) এবং ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভালুজান ভোটঘর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৩০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে চিকিৎসা দিয়েছে। মাওনা হাইওয়ে থানার ওসি ও এলাকাবাসী জানায়, বুধবার সকালে ময়মনসিংহের ভালুকার আঙ্গারগাড়া গ্রাম থেকে একটি পিক-আপ গাজীপুরের বোর্ডবাজারে যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে পিকাপের ৩ যাত্রী মারা যায় ও ২ যাত্রী আহত হয়। আহত সুমন মিয়া (১৮) গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামের মোশারফ হোসেনের ছেলে মানিক মিয়া (২২) ও একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। রাজশাহীতে আরোহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী একজন নিহত হয়েছেন। বুধবার বেলা পৌনে ১১টার দিকে নগরীর রাজপাড়া থানার কাশিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল ইসলাম (২৭)। তিনি পবা উপজেলার বেড়পাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, নুরুল কাশিয়াডাঙ্গা মোড় হয়ে নগরীর কোর্ট এলাকার দিকে যাচ্ছিল। এ সময় একটি অটোরিক্সায় ধাক্কা খেয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। টঙ্গীতে বিক্রয় কর্মী নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, বাস চাপায় আকিজ বিড়ি ফ্যাক্টরির এক বিক্রয় কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ছালছাবিল পরিবহনের একটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। বাস চাপায় নিহত ব্যক্তির নাম মফিজ উদ্দিন (৫০)। তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সোনাপাড়ায়। তিনি টঙ্গীর মিল গেট এলাকায় বসবাস করতেন। টঙ্গী পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছালছাবিল পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে গাজীপুর যাচ্ছিল। এ সময় পথচারী মফিজ উদ্দিন রাস্তা পার হতে গিয়ে বাসচাপা পড়েন। ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। সিলেটে যুবক স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, শহরের মহাজনপট্টি এলাকায় ট্রাক চাপায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধাবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতিতে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মাথা ঘুরে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাধবপুরে রিক্সাচালক সংবাদদাতা মাধবপুর, হবিগঞ্জ থেকে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া বাসস্ট্যান্ডে দ্রুতগামী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত রিক্সাচালক ইসমাইল হোসেন ২৫) ঘটনাস্থলে মারা গেছেন। ইসমাইল উপজেলার খাটুরা গ্রামের সিরাজ মিয়ার ছেলে। বুধবার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শচিন দেব নাথ (২৫), বিজয় দেব নাথ (২০), অজ্ঞাত (৩৫) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
×