ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চার্চের ‘অনৈতিক’ কর্মকাণ্ডের অভিনব প্রতিবাদ

প্রকাশিত: ০৪:৩২, ১ ফেব্রুয়ারি ২০১৮

চার্চের ‘অনৈতিক’ কর্মকাণ্ডের অভিনব প্রতিবাদ

জার্মানির অতি ডানপন্থী ও মুসলিমবিরোধী দল অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) এক সদস্য প্রটেস্ট্যান্ট চার্চের নৈতিক স্খলনের প্রতিবাদে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। খবর এএফপি। ৪৮ বছর বয়সী আর্থার ওয়েগনার ব্রান্ডেনবার্গ রাজ্যের এএফডি দলের প্রথম সারির একজন সক্রিয় নেতা। বুধবার তিনি বিল্ড সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাতকারে বলেন প্রটেস্ট্যান্ট চার্চের সমলিঙ্গ (সমকামী) বিবাহ অনুমোদন এবং সমকামীদের বিবাহ অনুষ্ঠানে আনন্দ উৎসবে একজন যাজককে নেতৃত্ব দিতে দেখে তিনি মুসলমান হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি তার সাক্ষাতকারে বলেন, যে গির্জা বা চার্চে আমার আজন্ম লালিত মূল্যবোধ প্রতিফলিত হয় না, তাতে আমার আগ্রহ নেই। তার এই চাঞ্চল্যকর সিদ্ধান্তের আরেকটি কারণ হচ্ছে, মুসলিমবিরোধী এএফডি দল চার্চ সমর্থনপুষ্ট এবং প্রটেস্ট্যান্ট চার্চ সমলিঙ্গের বিবাহ সমর্থন করে এবং এদের বিবাহ শোভাযাত্রায় যাজকরাও অংশগ্রহণ করে থাকে। আর্থারের কাছে সবচেয়ে বিস্ময়কর ও লজ্জাকর মনে হয়েছে যে, এসব সমকামী বিয়ের মিছিলে ছোট ছোট ছেলেমেয়েও অংশ গ্রহণ করে থাকে, যা কোনক্রমেই গ্রহণযোগ্য হতে পারে না। সমকামীদের বিয়ে উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ক্রিস্টোফার স্ট্রিট ডেতে অনুষ্ঠিত হয়। এতে এলজিবিটি সম্প্রদায় অংশগ্রহণ করে থাকে।
×