ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইইউ ব্রেক্সিট বাস্তবায়নে অন্তর্বর্তী সময় নির্ধারণ করতে চায়

প্রকাশিত: ০৪:৫০, ৩০ জানুয়ারি ২০১৮

ইইউ ব্রেক্সিট বাস্তবায়নে অন্তর্বর্তী সময় নির্ধারণ করতে চায়

ইউরোপীয় ইউনিয়ন ব্রেক্সিট প্রশ্নে সোমবার এই দাবি তুলেছে যে, ব্রিটেন ইইউ জোট ছেড়ে চলে গেলেও প্রায় দুই বছর দেশটিকে জোটের নীতিমালা মেনে চলতে হবে। তাদের এই পরিকল্পনা ব্রিটেনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং টেরেসা মে সরকারের মধ্যে বিভক্তির সূচনা করেছে। রক্ষণশীল দলের এমপি জ্যাকব রিস মগ ব্রেক্সিটপন্থী ৫০ জনেরও বেশি পার্লামেন্ট সদস্যদের সঙ্গে নিয়ে ইইউ জোটের এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করে বলেন, তারা (ইইউ জোট) ব্রিটেনকে অনুগত বা অধীনস্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। ব্রিটেন ইইউ আরোপিত শর্তে রাজি হলে দেশটিকে ২০১৯ সালের ২৯ মার্চ ইইউ জোট ছাড়ার পরও ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ইইউ নীতিমালার অনুযায়ী তার ব্যবসা বাণিজ্য ও অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে মুখ্য আলোচক মিশেল বার্নিয়ের অন্তর্বর্তীকালীন এসব নীতিমালার শর্ত নির্ধারণ করবেন। ব্রেক্সিট আলোচনায় এসব নীতিমালার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে, এই অন্তর্বর্তী সময়ে ব্রিটেনকে ইইউভুক্ত অন্য সদস্য দেশের মতো বিনা প্রতিবাদে জোটের নীতিমালা মেনে চলতে হবে। ব্রিটেনের পক্ষ থেকে ব্রেক্সিট সংক্রান্ত মুখ্য আলোচক ডেভিড ডেভিস আগামী মার্চের মধ্যেই ব্রেক্সিট আলোচনার সমাপ্তি টানতে চান। তার লক্ষ্য যে, এই আলোচনা দ্রুত শেষ করতে পারলে ব্রিটেন স্বাধীনভাবে অন্য দেশের সঙ্গে তার বাণিজ্য আলোচনা শুরু করতে সক্ষম হবে। কিন্তু রাজনীতি বিশ্লেষকদের অভিমত যে, ব্রিটেন ও ইইউ জোটের মধ্যে অন্তর্বর্তী সময়ের ব্যাখ্যা নিয়ে ধারণাতীত জটিলতার সৃষ্টি হবে। -এএফপি
×