ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার স্বাধীনতা বেকার ডিপ্লোমা ফার্মাসিস্ট এ্যাসোসিয়েশনের আন্দোলনের হুমকি

প্রকাশিত: ০৫:৩৩, ২৯ জানুয়ারি ২০১৮

 এবার স্বাধীনতা বেকার ডিপ্লোমা ফার্মাসিস্ট এ্যাসোসিয়েশনের আন্দোলনের হুমকি

স্টাফ রিপোর্টার ॥ এবার দেশজুড়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছে স্বাধীনতা বেকার ডিপ্লোমা ফার্মাসিস্ট এ্যাসোসিয়েশন। স্থগিতকৃত নিয়োগ চালু, তিন বছরের কোর্স চার বছরে উন্নীত ও উচ্চ শিক্ষার ব্যবস্থা করা এবং সরকারী চাকরির ক্ষেত্রে দশম গ্রেড প্রদানের দাবি জানান এই সংগঠনের নেতৃবৃন্দ। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে উত্থাপিত দাবি পূরণ করা না হলে দেশব্যাপী অবস্থান কর্মসূচী পালনের ঘোষণাও দেন তারা। রবিবার স্বাস্থ্য অধিদফতরের সামনে তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচী পালন করার সময় এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। এ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোঃ আফরোজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে বক্তব্য রাখেন এ্যাসোসিয়েশনের সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম, অনন্ত কিশোর, আব্দুল আলিম, মোতালেব হোসেন প্রমুখ।
×