ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বই পড়া কর্মসূচী

প্রকাশিত: ০৭:২৩, ২৭ জানুয়ারি ২০১৮

বই পড়া কর্মসূচী

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের খুলনা মহানগরীর স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণী উৎসব শুক্রবার নগরীর পিটিআই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দুই পর্বে বিভক্ত দিনব্যাপী অনুষ্ঠানে মোট তিন হাজার ৮০৪ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। ২০১৭ শিক্ষাবর্ষে খুলনা মহানগরীর ৪৪টি স্কুলের প্রায় সাড়ে ৬ হাজার ছাত্রছাত্রী বইপড়া কর্মসূচীতে অংশগ্রহণ করে। যেসব ছাত্রছাত্রী মূল্যায়ন পর্বে কৃতিত্বের পরিচয় দিয়েছে, তাদের এই পুরস্কার দেয়া হয়। খুলনা মহানগরীতে দিনব্যাপী এই পুরস্কার বিতরণী উৎসবের প্রথম পর্বে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৪২ জন ছাত্রছাত্রী এবং দ্বিতীয় পর্বে ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮৬২ জন ছাত্রছাত্রী পুরস্কার গ্রহণ করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার, বিশিষ্ট লেখক ও অভিনেতা খায়রুল আলম সবুজ, বিশিষ্ট শিশু সাহিত্যিক আলী ইমাম, খুলনা পিটিআই’র সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দা ফেরদৌসী বেগম, গ্রামীণফোনের খুলনা অঞ্চলের হেড অব মার্কেটিং পার্থ প্রতীম ভট্টাচার্য্য এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক ও উপ-সচিব শরিফ মোঃ মাসুদ।
×