ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জমিতে খণ্ডিত লাশ পুঁতে তড়িঘড়ি ধান চাষ

প্রকাশিত: ০৫:৩৮, ২৭ জানুয়ারি ২০১৮

জমিতে খণ্ডিত লাশ পুঁতে তড়িঘড়ি ধান চাষ

বিডিনিউজ ॥ শেরপুরের নালিতাবাড়ীতে আট দিন আগে নিখোঁজ এক নারী চাতাল শ্রমিকের বিচ্ছিন্ন মাথা ও হাত-পা বিহীন লাশ জমিতে পোঁতা অবস্থায় পাওয়া গেছে, যেখানে তাড়াহুড়ো করে লাগানো হচ্ছিল বোরো ধান। শুক্রবার উপজেলার রাজনগর ইউনিয়নের সুরতখাল সংলগ্ন একটি জমির মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয় বলে নালিতাবাড়ী থানার ওসি সারোয়ার হোসেন জানান। নিহত রোকসানা বেগম (২৫) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনগাঁও পূর্বপাড়া গ্রামের সিরাজ আলীর মেয়ে। ওসি সারোয়ার বলেন, সকালে একটি জমিতে তড়িঘড়ি করে বোরো ধান রোপণ করার সময় এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে তল্লাশি চালিয়ে এক স্থান থেকে পোঁতা অবস্থায় রোকসানার খণ্ডিত মাথা ও আরেক স্থান থেকে দেহের অংশ পাওয়া যায়। তবে হাত ও পা পাওয়া যায়নি। এলাকাবাসী ও পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, রাজনগর ইউনিয়নের চাঁদগাও গ্রামের আব্দুল খালেকের ছেলে মাসুদ ও রোকসানা রাজনগর মজিদের একটি চাতালে কাজ করতেন। চাঁদগাঁওয়ে চাতালে কাজ দেয়ার কথা বলে গত ১৭ জানুয়ারি রোকসানাকে সেখানে নিয়ে যান মাসুদ। পরদিন রোকসানার মা জেলেহা খাতুন ওই গ্রামে গিয়ে তাকে খুঁজে পাননি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাননি তিনি। ওসি বলেন, বৃহ¯পতিবার সকালে সুরতখাল সংলগ্ন একটি জমিতে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুলকে জানান। কিন্তু নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোন লাশ পায়নি। শুক্রবার সকালে মাসুদের মামা মোতালেবের জমিতে তড়িঘড়ি করে বোরো ধান রোপণ করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে জানানো হয়। পুলিশ পরে সেখানে তল্লাশি চালায়। পুলিশ গিয়ে জমিতে যারা চাষ দিচ্ছিল তাদের পায়নি। মাসুদও পলাতক রয়েছে। পরে রোকসানার মা গিয়ে লাশ শনাক্ত করেন। তবে ঘটনার পর থেকে মাসুদ ও তার সহযোগীরা পলাতক রয়েছে বলে ওসি সারোয়ার জানান। পুলিশ লাশের সুরতহাল তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশের হাত ও পা উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান তিনি।
×