ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৯২ টাকা বিদ্যুত বিলে ১২শ’ টাকা জরিমানা

প্রকাশিত: ০৪:০৮, ২৪ জানুয়ারি ২০১৮

৯২ টাকা বিদ্যুত বিলে ১২শ’ টাকা জরিমানা

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২৩ জানুয়ারি ॥ গ্রাম বাংলায় প্রবাদ আছে, যত দোষ নন্দ ঘোষ। পীরগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিসে প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ লক্ষ টাকা বিদ্যুত বিল বকেয়া থাকলেও তাদের সংযোগ বিচ্ছিন্ন করছে না কর্তৃপক্ষ। মুল্লিকপুর গ্রামের মৃত খাজির উদ্দীন এর পুত্র কৃষক মকলেসুর রহমান এর ৯২ টাকা বিদ্যুত বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে ১২শ’ টাকা জরিমানা দেয়ার চিঠি দিয়েছে বিদ্যুত কর্তৃপক্ষ। বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর গ্রাহকরা বিদ্যুত বিল পরিশোধ করেও যথাসময়ে সংযোগ পাচ্ছে না। পুনরায় সংযোগ দেয়ার নামে কর্তৃপক্ষ গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ নিয়ে সংযোগ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া বিল প্রস্তুতকারীরা মিটার না দেখেই অনেকের ভৌতিক বিল যোগ করে দিচ্ছে। এসব বিল পরিশোধ করতে সাধারণ মানুষ ও কৃষকরা হিমশিম খাচ্ছে। বর্তমানে পীরগঞ্জ উপজেলার বিদ্যুত গ্রাহকদের মধ্যে ভৌতিক বিল সংযোগ করা, সংযোগ বিচ্ছিন্ন করার নামে উৎকোচ আদায় করার ব্যাপারে গ্রাহকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে পল্লী বিদ্যুত সমিতির উপ-মহাব্যবস্থাপক একেএম মাসুদুর রহমান জানান, দুর্নীতি অনেকটাই কমে গেছে।
×