ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংসদে মন্ত্রী

সাড়ে ৪শ’ কোটি টাকার পাটপণ্য অবিক্রিত

প্রকাশিত: ০৮:১৭, ১৮ জানুয়ারি ২০১৮

সাড়ে ৪শ’ কোটি টাকার পাটপণ্য অবিক্রিত

সংসদ রিপোর্টার ॥ বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) মিলগুলোতে প্রায় সাড়ে ৪শ’ কোটি টাকার অবিক্রিত পাটপণ্যের মজুদ রয়েছে। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক এ তথ্য জানান। আওয়ামী লীগের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, গত ৩০ নবেম্বর অবধি অবিক্রিত মজুদ পাটপণ্যের পরিমাণ ৪৩ হাজার ৪২৭ দশমিক ৫২ মেট্রিক টন। যার মূল্য প্রায় ৪৩৬ কোটি ১২ লাখ টাকা। অবিক্রিত এই পাটপণ্য বিক্রয়ের লক্ষ্যে সরকার মূলত ৪টি পদক্ষেপ নিয়েছে। যার আওতায় অভ্যন্তরীণ বাজারে পাটজাত পণ্য ক্রয় ও ব্যবহার বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে অবিক্রিত মজুদ থেকে ৩৩ লাখ পিসসহ মোট ১৯ কোটি ৬০ লাখ পিস পাটজাত পণ্য বাংলাদেশ কোল্ড স্টোরেজ এ্যাসোসিয়েশনের (বিসিএসএ) কাছে বিক্রির প্রক্রিয়া চলছে। তিনি জানান, সুদানের টেন্ডারের বিপরীতে সম্প্রতি এক লাখ বেল বিটুইল পণ্য রফতানি করা হয়েছে। অবশিষ্ট বিটুইল বস্তাও এলসি (ঋণপত্র) পাওয়ার ভিত্তিতে শীঘ্রই রফতানি হবে। অন্যান্য মজুদ পণ্য স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রির জোর প্রচেষ্টা অব্যাহত আছে।
×