ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে স্কুল ব্যাংকিং ও শিক্ষামেলা

প্রকাশিত: ০৬:২৬, ১৫ জানুয়ারি ২০১৮

নীলফামারীতে স্কুল ব্যাংকিং ও শিক্ষামেলা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিংকে উৎসাহিত করার লক্ষ্যে নীলফামারীতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং ও আর্থিক শিক্ষামেলা-২০১৮। রবিবার বেলা ১১টায় নীলফামারী লিড ব্যাংক স্কুল ব্যাংকিং কর্মসূচীর তত্ত্বাবধায়নে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মেলা অনুষ্ঠিত হয়। জনতা ব্যাংকের নেতৃত্বে জেলার ১২টি ব্যাংক এ মেলার আয়োজন করে। আয়োজকরা জানান, জেলায় এ পর্যন্ত ১১ হাজার শিক্ষার্থীর এ্যাকাউন্টে দুই কোটি টাকা সঞ্চয় জমা রয়েছে। ২০১৮ সালে শিক্ষার্থীদের ব্যাংক এ্যাকাউন্ট বৃদ্ধি করার প্রয়াসে এই মেলার আয়োজন করা হয়। আগামীতেও এই মেলার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। জনতা ব্যাংক লিমিটেড নীলফামারী শাখার ম্যানেজার জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, স্থানীয় সরকারের উপপরিচালক আব্দুল মোতালেব সরকার, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নীলফামারী জোনাল কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আমিনুল হক, জনতা ব্যাংক লিমিটেড রংপুর এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক নূর মুহাম্মদ, সোনালী ব্যাংক লিমিটেড জেলা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক রশিদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের রংপুর বিভাগীয় উপ-পরিচালক নকুল চন্দ্র মোহন, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম ও নীলফামারী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মিশুক আল শাহরিয়ার প্রমুখ।
×