ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদালতের নির্দেশে তিন মাস পর থানায় হত্যা মামলা

প্রকাশিত: ০৬:২৫, ১৫ জানুয়ারি ২০১৮

আদালতের নির্দেশে তিন মাস পর থানায়  হত্যা মামলা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৪ জানুয়ারি ॥ অবশেষে ঘটনার তিন মাস পর বাউফলের ধুলিয়া ইউনিয়নের চাঁকাঠি গ্রামের সুমা আক্তার হত্যা মামলা থানায় রুজু হয়েছে। আদালতের নির্দেশে বাউফল থানার ওসি রবিবার দুপুরে মামলাটি রুজু করেন। যৌতুকের জন্য সুমা আক্তারকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন গত বছর ৯ অক্টোবর হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। এ ঘটনায় সুমা আক্তারের বাবা থানায় মামলা করতে চাইলেও অজ্ঞাত কারণে পুলিশ মামলা নেয়নি। সুমার বাবা শফিকুল ইসলাম অভিযোগ করেন, ওই সময় পুলিশ তার কাছ থেকে একটি সাদা কাগজে স্বাক্ষর নেয়। পরে তিনি জানতে পারেন ওই স্বাক্ষরিত কাগজ দিয়ে থানায় একটি অপমৃত্যুও মামলা রেকর্ড করা হয়েছে। এরপর তিনি একাধিক বার থানায় যোগাযোগ করেও হত্যা মামলা দায়ের করতে পারেনি। পোস্টমর্টেম রিপোর্টের নামে সময় ক্ষেপণ করা হয়েছে। পরে নিরুপায় হয়ে তিনি ১২ নবেম্বর পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সুমা ও স্বামী মোঃ নাজমুল ইসলামসহ ৭ জনকে আসামি করে একটি নালিশি পিটিশন করলে আদালত শুনানি শেষে ৭ জানুয়ারি আদেশ প্রদান করেন। আদালত বাউফল থানার ওসিকে দরখাস্তটি এজাহার হিসেবে রুজু করার নির্দেশ দেন। আদালতের আদেশ বুধবার বাউফল থানায় এসে পৌঁছায় এবং রবিবার দুপুর ২টায় মামলাটি রুজু হয়।
×