ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাশ্বত প্রেমকাহিনী

প্রকাশিত: ০৫:২৫, ১৫ জানুয়ারি ২০১৮

শাশ্বত প্রেমকাহিনী

একেই বলে শাশ্বত প্রেমকাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের এক মৃত্যুশিবির পোল্যান্ডের অশরুইৎজ। সেখানে সে সময় হাজার হাজার মানুষকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করা হয়। সারা ইউরোপ থেকে মানুষকে ধরে এনে এই ক্যাম্পেই রাখা হতো। যাদের এই ক্যাম্পে রাখা হতো তারা মৃত্যুর জন্য শুধু দিন গুনতেন। ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়ন অশরুইৎজ দখল করে নেয়ার পর এই বিভীষিকার অবসান ঘটে। সে সময় ওই শিবিরে যারা ছিলেন তাদের একটাই চিন্তা, কীভাবে বেঁচে থাকা যায়। এখানে প্রেম কেবল নিজের প্রতি। তবে এমন নিশ্চিত মৃত্যু জেনেও শিবিরের ভেতরে যে হৃদয়ের কোণে কারও প্রতি প্রেম তৈরি হতে পারে, তা দেখিয়ে দিয়েছেন লালে সোকোলভ নামের এক বন্দী। স্লোভাকিয়ার লালে সোকোলভের জন্ম ১৯১৬ সালে। ২০০৬ সালে তিনি মারা যান। মৃত্যুর আগে তিনি অশরুইৎজ শিবিরের প্রেমের সেই গল্পটি হেথার মরিস নামের একজনকে জানিয়েছেন। হেথার মরিস তিন বছর ধরে তার সেই গল্প রেকর্ড করেন। সম্প্রতি ওই প্রেমকাহিনী নিয়ে একটি বই লিখেছেন হেথার মরিস। অশরুইৎজ ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া মানুষের পরিচয় আর নামে থাকত না। নামের বদলে তাদের হাতে একটি নম্বর এঁকে দেয়া হতো। ওই নম্বরই হতো তাদের পরিচয়। আর বন্দীদের হাতে ট্যাটু করে নম্বর এঁকে দিতেন আরেক বন্দী লালে। লালের নম্বর ছিল ৩২৪০৭। -ডেইলি মেইল অবলম্বনে
×