ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্কিন অনুসন্ধানী ফার্ম ওশেন ইনফিনিটির সঙ্গে চুক্তি সই

নিখোঁজ মালয়েশীয় প্লেনের খোঁজ দিলে ৭ কোটি ডলার পুরস্কার

প্রকাশিত: ০৪:২১, ১২ জানুয়ারি ২০১৮

নিখোঁজ মালয়েশীয় প্লেনের খোঁজ দিলে ৭ কোটি ডলার পুরস্কার

মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৪ সালে নিখোঁজ হওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ৩৭০-এর ধ্বংসাবশেষ খুঁজে পেতে মার্কিন এক প্রতিষ্ঠানকে সাত শ’ কোটি ডলার দিবে মালয়েশিয়া। দক্ষিণ ভারত সাগরে নিখোঁজ মালয়েশিয়া বিমান এমএইচ ৩৭০-এর ধ্বংসাবশেষ মাত্র ৯০ দিনের মধ্যে খুঁজে বের করে দিতে পারলে সাগরতলা অনুসন্ধানী মার্কিন ফার্মটিকে সাত কোটি ডলার দিতে বুধবার একটি চুক্তিতে স্বাক্ষর করেছে মালয়েশিয়া। ২০১৪ সালে ৮ মার্চ ২৩৯ যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে মালাক্কা প্রণালী পার হওয়ার পর নিখোঁজ বিমানটি। এটি বিশ্বের সবচেয়ে রহস্যময় বিমান নিখোঁজ হওয়ার ঘটনাগুলোর একটি। ওয়াশিংটন পোস্ট, সিএনএন ও সিএনবিসি। অস্ট্রেলিয়া, চীন ও মালয়েশিয়া গত বছর জানুয়ারিতে দুই শ’ কোটি ডলার ব্যয় করে ১ লাখ ২০ হাজার বর্গকিলোমিটার সমুদ্র এলাকা খোঁজ করে কিন্তু বিমানের ধ্বংসাবশেষ না পেয়ে পরে এর উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। যদিও এই উদ্ধার কাজের ক্ষেত্র বাড়িয়ে উত্তরসহ ২৫ হাজার স্কয়ার কিলোমিটার এলাকায় খোঁজ করার কথা বলা হলেও পরে বিভিন্ন কারণে সে সময় তা করা হয়নি। মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লিও টিং লাই জানান, হিউস্টন ভিত্তিক একটি বেসরকারী ফার্ম ওশান ইনফিনিটি ২৫ হাজার স্কয়ার কিলোমিটার এলাকাকে গুরুত্ব দিয়ে কোন রকম অর্থের বিনিময় ছাড়াই এমএইচ ৩৭০ বিমানের ধ্বংসাবশেষ খুঁজবে। তবে বিমানটি পাওয়া গেলে তাদের উল্লেখিত অর্থ দেয়া হবে। লিও বলেন, ‘দক্ষিণ ভারতীয় সমুদ্রের অবস্থা সহনশীল হলে সিবেড কনস্ট্রাকটর (ফার্ম) বিমান খোঁজার কাজ শুরু করবে।’ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওশেন ইনফিনিটির প্রধান নির্বাহী অলিভার প্লানকেট। তিনি জানান, ‘আগামী ১৭ জানুয়ারি আমাদের কাজ শুরু হবে। বিমানটি পাঁচ শ’ স্কয়ার কিলোমিটারের মধ্যে পাওয়া গেলে ওশান ইনফিনিটিকে দেয়া হবে দুই কোটি ডলার, আর এক হাজার স্কয়ার কিলোমিটারের মধ্যে পাওয়া গেলে তাদের দেয়া হবে তিন কোটি ডলার, এবং ২৫ হাজার স্কয়ার কিলোমিটারের মধ্যে পাওয়া গেলে পাঁচ কোটি ডলার দেয়া হবে, আর যদি ওই এলাকার বাইরে গিয়ে বিমানের খোঁজ করতে পারে ওশান ইনফিনিটি তাহলে তাদের দেয়া হবে সাত কোটি ডলার।’ লিও আরও জানান, ৯০ দিনের মধ্যে নিখোঁজ বিমানের অবস্থান নির্ণয় স্বরূপ বিমানের ধ্বংসাবশেষ, ককপিট রেকর্ডার ও বিশ্বাসযোগ্য কোন প্রমাণ পাওয়ার বিষয়ে গুরত্ব দেয়া হবে নতুন এই অনুসন্ধানী কার্যক্রমে। তিনি বলেন, ‘তারা (ওশান ইনফিনিটি) টানা ছয় মাস বা এক বছরের দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালাবে না।’ ওশেন ইনফিনিটির জাহাজের অন্তত আটটি নিজস্ব ডুবোযান রয়েছে, যেগুলো সাগরের তলদেশ স্ক্যান করে বিশ্লেষণ করার উপযোগী তথ্য সরবরাহ করবে। বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেতে ওশানের জাহাজে মালয়েশিয়ার নৌবাহিনীর দুইজন সরকারী প্রতিনিধিসহ ৬৫ জন নাবিক থাকবেন বলে জানা গেছে।
×