ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ্যাসাঞ্জ ইস্যুতে আন্তর্জাতিক মধ্যস্থতা চায় ইকুয়েডর

প্রকাশিত: ০৫:৫৮, ১১ জানুয়ারি ২০১৮

এ্যাসাঞ্জ ইস্যুতে আন্তর্জাতিক মধ্যস্থতা চায় ইকুয়েডর

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জকে লাতিন আমেরিকান দেশ ইকুয়েডর তাদের লন্ডনে অবস্থিত দূতাবাসে আশ্রয় দিয়েছে। এ্যাসাঞ্জ ওই দূতাবাসে পাঁচ বছর ধরে আছেন। এ নিয়ে ব্রিটেনের সঙ্গে ইকুয়েডরের কূটনৈতিক সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। ইকুয়েডর এখন এই সম্পর্ক উন্নয়নের আগ্রহ প্রকাশ করেছে। গার্ডিয়ান। ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফার্নান্ডা এ্যাস্পিনোসা বলেছেন, এ্যাসাঞ্জ তাদের লন্ডনস্থিত দূতাবাসে সাড়ে পাঁচ বছর ধরে আছেন। বিষয়টি ‘সমর্থনযোগ্য নয়’ উল্লেখ করে তিনি আন্তর্জাতিক মধ্যস্থতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ্যাসাঞ্জ লন্ডনের নাইটস ব্রিজে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে আছেন ২০১২ সালের গ্রীষ্মকাল থেকে । দুই নারীকে যৌন হয়রানির অভিযোগে তার ব্রিটেন থেকে সুুইডেনে প্রত্যর্পণের ঝুঁকি রয়েছে। এই ঝুঁকি এড়াতেই তিনি দূতাবাসে আশ্রয় নিয়েছেন। এ্যাসাঞ্জ অবশ্য তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন। সুইডেনের প্রসিকিউটররা গত বছর অপ্রত্যাশিতভাবে এ্যাসাঞ্জের বিরুদ্ধে তাদের অভিযোগগুলোর তদন্ত বন্ধ দেন। এর মধ্যে ধর্ষণের অভিযোগও ছিল। তবে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে এ্যাসাঞ্জ দূতাবাস থেকে বের হলেই গ্রেফতার হতে পারেন। তিনি আশঙ্কা করছেন দূতাবাস থেকে বের হলে যুক্তরাষ্ট্র তাকে প্রত্যর্পণের আবেদন জানাতে পারে। কারণ উইকিলিকস মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্র দফতরের হাজার হাজার গোপন নথি ফাঁস করে দিয়েছে। সম্প্রতি সাইটটি ২০১৬ সালের মার্কিন নির্বাচনের আগে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির বহু ই-মেইল প্রকাশ করে। যে কারণে দেশটির এ্যাটর্নি জেনারেল জেফ সেশনস বলেছেন, এ্যাসাঞ্জকে গ্রেফতার করা এই মুহূর্তে তাদের ‘অগ্রাধিকার’। এ্যাস্পিনোসা বলেছেন, তার দেশ এখন ব্রিটেনের সঙ্গে মধ্যস্থতা করার জন্য তৃতীয় কোন দেশ বা ব্যক্তিকে খুঁজছে। যিনি দু দেশের মধ্যকার কূটনৈতিক অচলাবস্থা নিরসনে ভূমিকা রাখবেন। রাজধানী কিটোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া কোন মধ্যস্থতা বা সমাধানে উপনীত হওয়া সম্ভব নয়। যুক্তরাজ্যও এখন সমাধানের পথ অনুসন্ধান করছে।’ দূতাবাসের কোয়ার্টারে এ্যাসাঞ্জের সঙ্গে ইতোমধ্যেই নাইজেল ফারাজ থেকে লেডি গাগা পর্যন্ত বহু খ্যাতিমান লোক দেখা করেছেন।
×