ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে দুই ঢাবি ছাত্রকে আনসারের পিটুনি

প্রকাশিত: ০৮:২৩, ১০ জানুয়ারি ২০১৮

বিএসএমএমইউতে দুই ঢাবি ছাত্রকে আনসারের পিটুনি

বিডিনিউজ ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা সেবা নিতে গিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। মঙ্গলবার বিকেলে হাসপাতালের বহির্বিভাগ-২-এ এই ঘটনায় আহত দুই শিক্ষার্থী হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মনোয়ার হোসেন মান্না ও আশিক আব্দুল্লাহ অপু। মান্না চ্যানেল আই এবং অপু ইংরেজী দৈনিক ডেইলি স্টারের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক। শিক্ষার্থীদের মারধরকারী আনসার সদস্যদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে বলে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন জানিয়েছেন। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ওই দুই শিক্ষার্থী বহির্বিভাগের টিকেট কাউন্টারের সামনে কথা বলতে গেলে একজন আনসার সদস্য তাদের একজনকে ‘তুই’ সম্বোধন করে জামা টেনে ধরে পেছনে গিয়ে দাঁড়াতে বলে। এ সময় জামা টানার কারণ জানতে চাইলে বিষয়টি নিয়ে কথা চলার মধ্যে আরেকজন আনসার সদস্য সহকর্মীর সঙ্গে যোগ দিয়ে ছাত্রদের গালাগাল করতে থাকে, এক পর্যায়ে তাদের একজন মান্নার মুখে ঘুষি মারে এবং হাসপাতাল থেকে বের করে দেয়। খবর পেয়ে মান্না-অপুর সহপাঠীরা সেখানে উপস্থিত হলে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি হয়। এক পর্যায়ে হাসপাতালের ভেতর থেকে কয়েক শ’ কর্মচারী ও আনসার মিলে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এ সময় আগের ঘটনায় আহত মান্না ও অপুকে আনসার সদস্যরা ফের ‘বন্দুকের নল’ দিয়ে পেটান বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডাঃ হাবিবুর রহমান দুলাল এসে পরিস্থিতি শান্ত করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসা সেবা নিতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মারধরের ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। আমরা তদন্ত কমিটি গঠন করেছি। শীঘ্রই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
×