ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউপিডিএফ নেতা মিঠুন হত্যায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৫:৪৩, ১০ জানুয়ারি ২০১৮

ইউপিডিএফ নেতা মিঠুন হত্যায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমা খুনের ঘটনায় জনসংহতি সমিতি (এমএন লারমা) ও সদ্য গঠিত ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের শীর্ষ নেতাদের আসামি করে খাগড়াছড়ির আমলি আদালতে মামলা হয়েছে। খুনের এক সপ্তাহের মাথায় মামলাটি দায়ের করেছেন তার জেঠাত ভাই অনি বিকাশ চাকমা। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোঃ নোমানের আদালতে মামলা দায়ের করা হয়। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করতে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন। এর আগে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছিল। মামলায় জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে, ছাত্র বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা, সহ-সভাপতি ও রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমা, সদ্য গঠিত ইউপিডিএফ-গণতান্ত্রিক-এর আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা, সদস্য সচিব শ্যামল কান্তি চাকমা জলেয়াসহ ১৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। আসামিদের সবাই জনসংহতি সমিতি (এমএন লারমা) ও ইউপিডিএফ-গণতান্ত্রিক-এর নেতা। গত ৩ জানুয়ারি শহরের স্লুইসগেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান ইউপিডিএফের নেতা মিঠুন চাকমা।
×