ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন কিশোরী ফুটবলারের পাশে খাগড়াছড়ি জেলা পরিষদ

প্রকাশিত: ০৪:০৯, ১০ জানুয়ারি ২০১৮

তিন কিশোরী ফুটবলারের পাশে খাগড়াছড়ি জেলা পরিষদ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলায় বাংলাদেশ ভারতের বিপক্ষে যে জয় পেয়েছিল সে জয়ের সাক্ষী পাহাড়ী জনপদ খাগড়াছড়ি। ফাইনালে খাগড়াছড়ির মেয়ে আনুচিং মারমা ফরোয়ার্ড, আনাই মারমা রাইট ডিফেন্ডার ও মনিকা চাকমা সেন্টার মিড ফিল্ডে খেলে বাংলাদেশ দলকে এনে দিয়েছে শিরোপা। অত্যন্ত দরিদ্র পরিবারের তিন কন্যার সাফল্যকে আরও এগিয়ে নিতে এবং তাঁদের জীবনকে বিকশিত করতে তাদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। মঙ্গলবার দুপুরে আকস্মিক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী জেলা সদরের সাথৈঅং কার্বারীপাড়ায় যমজ দুই কন্যা আনুচিং ও আনাই মারমা’র বাড়িতে হাজির হন। তাঁকে কাছে পেয়ে এই কৃতী ফুটবলারের বাবা দিনমজুর রিপ্রু চাই মারমা ও মা আপ্রুমা মারমা আবেগ আপ্লুত হয়ে পড়েন। জেলা পরিষদ চেয়ারম্যান এসময় চলতি অর্থবছরের মধ্যেই আনাই-আনুচিংদের ঘরটি পুনর্নির্মাণ করার প্রত্যয় জানান। একই সঙ্গে তিনি আরেক কৃতী ফুটবল কন্যা লক্ষ্মীছড়ির দুর্গম সুমন্ত পাড়ার মনিকা চাকমা’র ঘরও নির্মাণের ঘোষণা দেন। এছাড়া এই তিন ফুটবল কন্যার জন্য ৫০ হাজার টাকা করে এফডিআর, শিক্ষাবৃত্তিসহ তাঁদের জন্য করণীয় সব দায়িত্ব পালন করবে জেলা পরিষদ। টাঙ্গাইলে রুপা ধর্ষণ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ অব্যাহত নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৯ জানুয়ারি ॥ মধুপুরে ঢাকার আইডিয়াল ‘ল’ কলেজের শিক্ষার্র্থী রুপা খাতুনকে চলন্ত বাসে গণধর্ষণ ও ঘাড় মটকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ করে আদালতে। পাঁচ পরিবহন শ্রমিকের বিরুদ্ধে আনা মামলাটি টাঙ্গাইল নারী ও শিশুনির্যাতন দমন আদালতে মঙ্গলবার দুপুরে সাক্ষ্য গ্রহণের নির্ধারিত চতুর্থ দিনে টাঙ্গাইল নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের ভারপ্রাপ্ত বিচারক আবুল মনসুর মিয়া মামলার সাক্ষ্য গ্রহণ করেন। টাঙ্গাইল নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিশেষ পিপি একেএম নাসিমুল আক্তার ও মামলার বাদীপক্ষের আইনজীবী এস আকবর খান জানান, মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামী ছোঁয়া পরিবহনের সহকারী শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর (১৯) এবং চালক হাবিবুর (৪৫) ও সুপারভাইজার সফর আলীকে (৫৫) আদালতে উপস্থিত করা হয়। তাদের উপস্থিতিতে চাঞ্চল্যকর এই মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। সাক্ষ্য গ্রহণের চতুর্থ দিনে তিনজন সাক্ষ্য দেন আদালতে।
×