ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গোল্ডেন গ্লোবের লালগালিচায় কালো পোশাকে প্রতিবাদ

প্রকাশিত: ০৬:৫৮, ৯ জানুয়ারি ২০১৮

গোল্ডেন গ্লোবের লালগালিচায় কালো পোশাকে প্রতিবাদ

সংস্কৃতি ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এ্যাঞ্জেলসের বেভারলি হিলটনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ অনুষ্ঠিত হলো চলচ্চিত্র নির্মাতাদের জন্য বিশ্বের অন্যতম সর্বোচ্চ সম্মাননা ও মর্যাদাপূর্ণ গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ডের ৭৫তম আসর। এবারের ৭৫তম গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ডের সর্বোচ্চ সম্মাননা ‘সেসিল বি ডিমিলে এ্যাওয়ার্ড’ পেয়েছেন যুক্তরাষ্ট্র্রের জনপ্রিয় টেলিভিশন তারকা অপরাহ উইনফ্রে। তবে অন্যবারের চেয়ে এবারের অনুষ্ঠানটা ছিল একটু আলাদা। যৌন হয়রানির শিকার নারীদের প্রতি সংহতি জানাতে তারকা অভিনেত্রীরা গোল্ডেন গ্লোবের লাল গালিচায় কালো রঙের পোশাক পরে এসেছিলেন। এ আসরে নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধে সবাইকে এক হওয়ার ডাক দিয়েছেন তারকা উপস্থাপক ও অভিনেত্রীরা। অনুপ্রেরণাদায়ী ও শক্তিশালী ভাষায় তাদের এ আহ্বান আসে। বিশেষ করে মার্কিন চলচ্চিত্রাঙ্গনে ঝড় তোলা একের পর এক যৌন হয়রানি ও লাঞ্ছনার অভিযোগের মধ্যে এটাই ছিল হলিউডকেন্দ্রিক প্রথম কোন পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এবার সবচেয়ে বেশি চারটি পুরস্কার গেছে ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি’ চলচ্চিত্রের ঘরে। সেরা চলচ্চিত্র ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছে চলচ্চিত্রটি। যদিও অস্কার জেতা অভিনেত্রী ফ্রান্সিস ম্যাকডরমান্ডকে অনুষ্ঠানস্থলে দেখা যায়নি। টেলিভিশন ক্যাটাগরিতে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে ‘বিগ লিটল লাইজ’। এই সিরিজে অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন অভিনেত্রী নিকোল কিডম্যান, লরা ডের্ন ও আলেক্সান্দার স্কার্সগার্ড। পারিবারিক সহিংসতার শিকার হওয়া এক নারীর ভূমিকায় অভিনয় করে রবিবার রাতের প্রথম পুরস্কার জিতে নেন কিডম্যান। সহকর্মী, মেয়ে ও মাকে পুরস্কার উৎসর্গ করে কিডম্যান বলেন, দারুণ এটাই নারীর ক্ষমতা। প্রতিবছর মর্যাদাপূর্ণ এ পুরস্কারের সময় বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজের প্রতি গণমাধ্যম ও সাধারণের আগ্রহ থাকলেও এ বছরের মূল আকর্ষণ ছিল ‘মি টু’ ও ‘টাইমস আপ’ প্রচারাভিযান নিয়ে তারকাদের অভিমত। হয়রানি ও নির্যাতনের শিকার নারীদের প্রতি সংহতি জানাতে গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ‘মি টু হ্যাশট্যাগ’ আন্দোলন। পরে চলচ্চিত্র অঙ্গনসহ অন্যান্য পেশায় নারীর প্রতি হয়রানি ঠেকাতে তারকা অভিনেত্রীরা নেন নতুন উদ্যোগ- টাইমস আপ। বেভারলি হিলসের গোল্ডেন গ্লোব আয়োজনে উপস্থাপক এবং পুরস্কার বিজয়ীদের মুখেও ছিল এ নিয়ে কথকতা। উপস্থাপক সেথ মেয়ারস অনুষ্ঠানের শুরুতেই এ মুহূর্তে হলিউডের সবচেয়ে আলোচিত বিষয়ের দিকে ইঙ্গিত করে উপস্থিত সবাইকে সম্ভাষণ জানিয়ে বলেন ভদ্র মহিলা এবং বাকি থাকা ভদ্রমহোদয়গণ- আপনাদের স্বাগতম। এটা ২০১৮। অবশেষে গাঁজা বৈধ হয়েছে, যৌন হয়রানি পারেনি। আজকের রাতে উপস্থিত প্রতিদ্বন্দ্বী পুরুষ অভিনেতারা, গত তিন মাসের মধ্যে এটাই প্রথমবার, এখন অন্তত আপনাদের নাম জোরে উচ্চারিত হলে আতঙ্কিত হবেন না। এ অনুষ্ঠানে সবচেয়ে বেশি আলোচনার সৃষ্টি করেছে অপরাহ উইনফ্রের ভাষণ। প্রথম কোন কৃষ্ণাঙ্গ হিসেবে মর্যাদাপূর্ণ সেসিল বি ডেমিলে পুরস্কার নিতে এসে জনপ্রিয় এ টেলিভিশন উপস্থাপক বলেন, আমাদের সবার কাছে থাকা সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হচ্ছে- সত্যি কথা বলা। পুরুষদের ক্ষমতার বিরুদ্ধে সত্য বলার সাহস করা নারীদের কথা শোনা কিংবা বিশ্বাস করা হতো না বহুকাল। সে সময় পেরিয়ে গেছে। তাদের সময় পেরিয়ে গেছে। টাইমস আপ। দিগন্তে এখন নতুন দিন- অপরাহর এ কথায় দাঁড়িয়ে করতালি দিয়ে সমর্থন জানান উপস্থিত নারী-পুরষ সকলেই। যৌন হয়রানি প্রতিরোধের ডাক ছিল ছিল লরা ডের্নের মুখেও। ‘বিগ লিটল লাইজ’ এর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জেতার পর দেয়া ভাষণে তিনি বলেন, আমাদের অনেককেই এসব সম্পর্কে কথা না বলতে শেখানো হয়েছিল। এটা ছিল নীরবতার সংস্কৃতি, সেটাই ছিল স্বাভাবিক। তিনি বলেন এখন হয়ত আমরা আমাদের সন্তানদের কথা বলতে শেখাব, যা ধূমকেতুর মতো আমাদের সংস্কৃতির পুনঃজাগরণ ঘটাবে। এক নজরে গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড পেলেন যারাÑ চলচ্চিত্র বিভাগে সেরা-ড্রামা : থ্রি বিলবোর্ডস আউটসাইড ইববিং, মিসৌরি সেরা চলচ্চিত্র (মিউজিকাল বা কমেডি) : লেডি বার্ড, সেরা পরিচালক (চলচ্চিত্র) : গিলেরমো ডেল টোরো (দ্য শেইপ অব ওয়াটার), সেরা চলচ্চিত্র অভিনেতা (ড্রামা) : গেরি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার), সেরা চলচ্চিত্র অভিনেত্রী (ড্রামা) : ফ্র্যান্সেস ম্যাক ডর্ম্যান্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি), সেরা চলচ্চিত্র অভিনেতা (মিউজিকাল বা কমেডি) : জেমস ফ্রাঙ্কো (দ্য ডিসাস্টার আর্টিস্ট), সেরা চলচ্চিত্র অভিনেত্রী (মিউজিকাল বা কমেডি) : সিওরশা রোনান (লেডি বার্ড), সেরা পার্শ্ব অভিনেতা (চলচ্চিত্র) : স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি), সেরা পার্শ্ব অভিনেত্রী (চলচ্চিত্র) : এলিসন জ্যানি (আই টনিয়া), সেরা চলচ্চিত্র (এ্যানিমেশন) : কোকো, সেরা চলচ্চিত্র (বিদেশী ভাষা) : ইন দ্য ফেড, সেরা সঙ্গীত : দ্য গ্রেটেস্ট শোম্যান (দিস ইস মি), সেরা অরিজিনাল স্কোর (চলচ্চিত্র) : দ্য শেপ অব ওয়াটার, সেরা স্ক্রিন প্লে : মার্টিন ম্যাকডোনা (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)। টেলিভিশন বিভাগে সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা) : দ্য হ্যান্ডমেইড’স টেইল, সেরা সিরিজ, লিমিটেড সিরিজ, টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র : বিগ লিটল লাইস, সেরা টেলিভিশন সিরিজ (মিউজিকাল বা কমেডি) : ‘দ্য মার্ভেলাস মিসেস মেইসেল’, সেরা অভিনেতা (সিরিজ, লিমিটেড সিরিজ, টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র) : ইওয়ান ম্যাক গ্রেগর (ফার্গো), সেরা অভিনেত্রী (সিরিজ, লিমিটেড সিরিজ বা টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র) : নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস), সেরা অভিনেতা (টেলিভিশন-ড্রামা) : স্টার্লিং কে ব্রাউন (দিজ ইজ আস), সেরা অভিনেত্রী (টেলিভিশন-ড্রামা) : এলিজাবেথ মস (দ্য হ্যান্ডমেইড’স টেইল), সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ-মিউজিকাল বা কমেডি) : আজিজ আনসারি (মাস্টার অব নান), সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ-মিউজিকাল বা কমেডি): র‌্যাশেল ব্রোসনাহান (দ্য মার্ভেলাস মিসেস মেইসেল), সেরা পার্শ্ব অভিনেতা (টেলিভিশন সিরিজ, লিমিটেড সিরিজ বা টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র) : আলেক্সান্ডার স্কার্সগার্ড (বিগ লিটল লাইস), সেরা পার্শ্ব অভিনেত্রী (টেলিভিশন সিরিজ, লিমিটেড সিরিজ বা টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র) : লরা ডার্ন (বিগ লিটল লাইস)।
×