ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে শিশু হত্যা মামলায় প্রতিবেশী মা-ছেলে গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৯, ৮ জানুয়ারি ২০১৮

শেরপুরে শিশু হত্যা  মামলায় প্রতিবেশী  মা-ছেলে গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৭ জানুয়ারি ॥ শেরপুরে চাঞ্চল্যকর শিক্ষক দম্পতির শিশু সন্তান তাহমিদ (৪) হত্যার ঘটনায় প্রতিবেশী এক সাবেক সেনা সদস্যসহ ওই পরিবারের ৪ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। রবিবার সকালে তাহমিদের বাবা স্কুলশিক্ষক আব্দুল মালেক রতন বাদী হয়ে সদর থানায় ওই হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে শহরের সজবরখিলা মহল্লার সাবেক সেনা সদস্য হেলাল উদ্দিন (৪৮), তার স্ত্রী শিরিনা আক্তার (৪০), মেয়ে শিলা আক্তার (২০) ও ছেলে রিয়াজ উদ্দিনসহ (১৬) অজ্ঞাতনামা আরও কয়েকজনকে। ওই মামলায় গৃহবধূ শিরিনা আক্তার ও তার ছেলে রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। ফুটফুটে ওই শিশুকে এভাবে জেদের বলি হতে হবে-তা পরিবারের লোকজনসহ ভাবেনি এলাকাবাসীও। ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত জড়িতদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সংগঠন। প্রাথমিক তদন্তে নিয়মিত মামলা নিয়ে সাবেক সেনা সদস্য হেলাল মিয়ার স্ত্রী শিরিনা আক্তার ও তার ছেলে রিয়াজকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার পুলিশ রিমান্ডের আবেদনসহ তাদের আদালতে সোপর্দ করা হবে।
×