ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইল নতুন বাস টার্মিনালে তীব্র যানজট ॥ দুর্ভোগ

প্রকাশিত: ০৩:৫৬, ৭ জানুয়ারি ২০১৮

টাঙ্গাইল নতুন বাস টার্মিনালে তীব্র যানজট ॥ দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৬ জানুয়ারি ॥ টাঙ্গাইল নতুন বাস টার্মিনালে রাস্তার উপর গাড়ি রাখায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজটের। ফলে এ টার্মিনাল পেরিয়ে শহরের উত্তর অংশে যেতে বা উত্তর দিক থেকে মূল শহরে আসতে মানুষের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। টাঙ্গাইল পৌরসভা সূত্রে জানা যায়, বিগত ১৯৮১ সালে শহরের দেওলা এলাকায় প্রায় তিন একর জায়গার উপর বাস টার্মিনালটি গড়ে তোলা হয়। তখন পুরাতন বাসস্ট্যান্ড বিলুপ্ত করে নবনির্মিত বাস টার্মিনাল থেকে জেলার সব রুটের যানবাহন চলাচলের ব্যবস্থা নেয়া হয়। এখন জেলায় প্রায় এক হাজার গাড়ি রয়েছে। এর মধ্যে প্রতিদিন প্রায় তিনশ গাড়ি ২৫টি রুটে চলাচল করে। এই তিনশ গাড়ি টার্মিনাল থেকে বের হতে অথবা টার্মিনালে প্রবেশ করতে সৃষ্টি হচ্ছে যানজটের। এছাড়াও টার্মিনাল থেকে গাড়ি বের হয়ে টার্মিনাল এলাকাতেই রাস্তার উপর যত্রতত্র দাঁড় করিয়ে যাত্রী ডাকাডাকি করায় যানজট লেগে যায়। ফলে উত্তর অংশ দিয়ে শহরে প্রবেশ বা শহর থেকে বের হতে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। প্রতিদিন জেলার উত্তর অংশে ছয়টি উপজেলার কয়েক হাজার মানুষ বিভিন্ন দাপ্তরিক বা ব্যবসায়িক কাজে জেলা সদরে আসে। তারা এসেই বাস টার্মিনালের তীব্র যানজটে পড়েন। স্বাভাবিকভাবেই অতিরিক্ত গাড়ির চাপে যানজট হচ্ছে। সরেজমিন টার্মিনাল এলাকায় যাওয়ার পথে জেনারেল হাসপাতালের গেইট থেকেই যানজটে পড়তে হয়। খোঁজ নিয়ে জানা যায়, টার্মিনাল এলাকার জট এসে এ পর্যন্ত ঠেকেছে। শহরের দেওলা এলাকার বাসিন্দা বেনুরাজ দাস জানান, যানজটের কারণে টার্মিনাল এলাকার রাস্তা অতিক্রম করা মহা ঝামেলা হয়ে দাঁড়িয়েছে। বেলা ১২টার দিকে টার্মিনালে পৌঁছে দেখা যায়, কয়েকটি গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তায়। আর দু’পাশ দিয়ে অন্যান্য যানবাহন চলে আসায় জট লেগে আছে। টাঙ্গাইল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু মিয়া জানান, গাড়ি টার্মিনাল থেকে বের হলেই ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনের জটে পড়ে যায়। ইজিবাইকের কারণে যানজট হচ্ছে। কিন্তু মানুষ মনে করছে বাস রাস্তায় দাঁড় করিয়ে রাখার কারণে যানজট হয়। টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি জানান, টার্মিনাল এলাকায় যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশের সহায়তায় অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া টার্মিনালকে যানজট মুক্ত করতে মালিক ও শ্রমিক সমিতি যৌথভাবে সাতজন কর্মী নিয়োজিত রেখেছে। এ বিষয়ে টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক রফিকুল ইসলাম জানান, অতিরিক্ত যানবাহনের কারণে টার্মিনাল এলাকায় যানজট হচ্ছে। এ যানজট নিরসনে পুলিশকেও হিমশিম খেতে হয়। টার্মিনাল এলাকার যানজট সমস্যা নিয়ে টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান জানান, টাঙ্গাইলে গাড়ির সংখ্যা অনেক বেড়েছে। সে তুলনায় টার্মিনালটি ছোট। তাছাড়া টার্মিনাল এলাকাটি এখন জনবহুল এলাকায় পরিণত হয়েছে। তাই টাঙ্গাইল শহর বাইপাসে রাবনা এলাকায় একটি আন্তর্জাতিক মানের নতুন বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
×