ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কে হচ্ছেন পুলিশ প্রধান

প্রকাশিত: ০৫:৩৪, ৫ জানুয়ারি ২০১৮

কে হচ্ছেন পুলিশ প্রধান

শংকর কুমার দে ॥ বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক বা পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) কে হচ্ছেন? কারণ এ মাসের ৩১ জানুয়ারি বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হকের তিন বছর মেয়াদ পূর্ণ হয়ে গেলে অবসরে যাওয়ার কথা তার। যদি তাকে পুনরায় একই পদে চুক্তিভিত্তিক নিয়োগদান করা না হয় তবে হয়তো বা সচিব পদে নিয়োগ দেয়া হতে পারে তাকে। তখন স্বাভাবিকভাবেই আইজিপি পদে নতুন মুখ হিসাবে আরেকজনকে বেছে নিবেন সরকার। নতুন মুখ হিসাবে পুলিশের আইজিপি হিসাবে ৪ জনের নাম সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে। এই চার জনের নাম সরকারের নীতি নির্ধারক মহল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনে আলোচনায় এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হক অবসরে গেলে তার স্থলাভিষিক্ত যারা হতে পারেন তার মধ্যে ৪ জনের নাম এখন আলোচনায়। এই ৪ জনের মধ্যে আছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান এডিশনাল আইজি জাভেদ পাটোয়ারী, পুলিশ সদর দফতরের এডিশনাল আইজি (প্রশাসন) মোঃ মোখলেসুর রহমান, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জমান মিয়া। পুলিশের আইজিপি পদে নিয়োগদানের বিষয়টি বরাবরই নির্ভর করে প্রধানমন্ত্রীর ইচ্ছা-অনিচ্ছার ওপর। তবে যাকেই পুলিশের আইজি হিসাবে নিয়োগ দেয়া হোক না কেন পুলিশ সপ্তাহের পর পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল হতে পারে। এ ক্ষেত্রে অতিরিক্ত আইজি, ডিআইজি পদ ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানের পদেও পরিবর্তন ঘটতে পারে বলে জানা গেছে। পুলিশ সদর দফতর সূত্র জানান, বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত আইজিপি (প্রশাসন) পদে কর্মরত ছিলেন এবং ৩১ ডিসেম্বর তিনি আইজিপি পদে যোগদান করেছেন। এ মাসেই অর্থাৎ ৩১ জানুয়ারি তার তিন বছর আইজিপি পদে মেয়াদ পূর্ণ হবে। স্বাভাবিকভাবেই তিনি আইজিপি পদ থেকে অবসরে যাবেন। অন্য একজনকে আইজিপি পদে বেছে নিবে সরকার। সে ক্ষেত্রে বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হক অবসরে যাওয়ার কথা। তবে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়াও হতে পারে, অথবা সচিব পদে নিয়োগ দেখা যেতে পারে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, বর্তমানে পুলিশ প্রশাসন পুলিশ সপ্তাহ ’১৮ নিয়ে ব্যস্ত বেশি। বর্তমান আইজিপি ও যাদের নাম আইজিপি হিসাবে আলোচিত হচ্ছে তারাও পুলিশ সপ্তাহ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারপরেও আইজিপি পদটিতে নিয়োগ পেতে ইচ্ছুক যেই ৪ জনের নাম শোনা যাচ্ছে তাদের মধ্য থেকে জোর লবিং চলছে। যেই ৪ জনের নাম আলোচনায় এসেছে তার মধ্যে স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্তি আইজিপি ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী গ্রেড-১ এর কর্মকর্তা এবং তার চাকরির মেয়াদ আছে ২০২০ সাল পর্যন্ত। অপরদিকে বর্তমানে পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) পদে কর্মরত মোঃ মোখলেসুর রহমানের চাকরির মেয়াদ আছে ২০১৯ সাল পর্যন্ত। বর্তমানে র‌্যাবের ডিজি পদে কর্মরত অতিরিক্ত আইজিপি বেনজীর আহমেদ এর চাকরির মেয়াদ আছে ২০২২ সাল পর্যন্ত। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়ার চাকরির মেয়াদ আছে ২০১৯ সাল পর্যন্ত। এই ৪ জনের মধ্য থেকেই যে কাউকে আইজিপি পদের জন্য নতুন মুখ হিসাবে আসতে পারে বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হক এ মাসের ৩১ জানুয়ারিতে অবসরে গেলে তার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে সরকারের নীতি নির্ধারক মহলে আলোচনা হচ্ছে। পুলিশের আইজি পদটিতে নিয়োগদানের বিষয়টি বরাবরই প্রধানমন্ত্রীর ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভরশীল। সুতরাং পরবর্তীতে আইজিপি পদে নতুন মুখ হিসেবে কাকে দেখা যাচ্ছে তা নিশ্চিত করে কেউই বলতে পারবেন না।
×