ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অনুরাগ থিয়েটারের ‘গ্রাস’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

প্রকাশিত: ০৬:২৪, ৪ জানুয়ারি ২০১৮

অনুরাগ থিয়েটারের ‘গ্রাস’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মঞ্চে অন্যতম নতুন নাট্য সংগঠন অনুরাগ থিয়েটারের দ্বিতীয় প্রযোজনা ‘গ্রাস’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হলো নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৭টায়। ওইদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘা জমি’ কবিতা অবলম্বনে ‘গ্রাস’ নাটকটি রচনা করেছেন শ্যামল দত্ত ও নির্দেশনা দিয়েছেন শিশির রহমান। ‘গ্রাস’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- শাহাদাত হোসেন সাহিদ, নিজাম নূর, মীর মিজানুর রহমান, জাহিদ হাসান আশিক, নুরুজ্জামান নোমানী রিপন, নূপুর খান, আঁখি আক্তার সুমি, এ্যাপোলো রহমান এ্যানি, জোসনা হাওলাদার দোলা, মোঃ মিজানুর রহমান, প্রিতি সাহা কথা, রাজু আক্তার জনি ও রনি ভূঁইয়া। নাটকের নেপথ্য শিল্পীরা হলেন-মঞ্চ ও আবহসঙ্গীত নির্দেশনায় শিশির রহমান, আলোক নির্দেশনায় ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনায় সামিউন জাহান দোলা, কোরিওগ্রাফি ও মুখোশ পরিকল্পনায় এ কে আজাদ সেতু, রূপসজ্জায় এনায়েত আলী হিরো এবং প্রযোজনা অধিকর্তা মোঃ হারুন সিকদার। ‘গ্রাস’ নাটকের কাহিনী এগিয়েছে ‘রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি’ এই প্রবাদবাক্যকে ঘিরে। তবে এটা নতুন কিছু নয়। যুগে যুগে এমনই ঘটে। তবে সময়ের সঙ্গে সঙ্গে চেহারা বদলায়, বদলায় পোশাক। কিন্তু চরিত্র বদলায় না। আগে রাজা-জমিদারের প্রতাপ ছিল, সেই প্রতাপ এখন অনেকের। তাদের খামখেয়ালি শখে এখনও মানুষ সর্বস্বান্ত হয়। গরিবের ভিটেমাটি গ্রাস করে এখন গড়ে ওঠে আগামীর আধুনিক নগর সভ্যতা। সময়ের সঙ্গে চেহারা বদলায় কিন্তু চরিত্র বদলায় না। তাই উপেনের ঘরবাড়ি ছেড়ে যাওয়ার পর সেই ভিটা জমিতে ফিরে এসেছিল কিনা জানি না, তবে আজকের উপেনরা ফিরছে দ্বারে দ্বারে। যুগে যুগে দেশে দেশে উপেনের দল ভারি হচ্ছে। ঘর বাড়ি গ্রাম দেশ ছেড়ে সব দেশ দেশান্তরে। নিঃস্ব অসহায় মানুষগুলো পিষে যাচ্ছে মিশে যাচ্ছে সভ্যতার শেকড়! মানব সভ্যতার আঁতুরঘর সবুজ শ্যামল গ্রামগুলোকে ধ্বংস করে ইটের দঙ্গল, পাশানের অট্টালিকা উঁচু হচ্ছে আরও উঁচু। ফসলি জমি উজার করে চলছে আবাসন বাণিজ্য। চলছে গ্রাস! গ্রাস!! গ্রাস!!! সেই উপেনের দল আজও ঘুরে বেড়াচ্ছে গ্রামে, গঞ্জে, শহরে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ দেশে দেশে-কালে কালে ঘুরছে। এদিকে ‘গ্রাস’ নাটকের উদ্বোধনী প্রদর্শনীতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি সংস্কৃতিজন নাসিরউদ্দীন ইউসুফ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল নাট্যজন আকতারুজ্জামান, এ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল নাট্যজন চন্দন রেজা, সম্পাদক (অর্থ) নাট্যজন মীর জাহিদ হাসান, সম্পাদক (দফতর) নাট্যজন খোরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক (ঢাকা মহানগর) নাট্যজন আহম্মেদ গিয়াস, অভিনেতা নাট্যকার, নির্দেশক অনন্ত হিরা, মোহাম্মদী নওজোয়ান ক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন কাজল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিরাজুল হক তালুকদার। সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন সিকদার। প্রসঙ্গত, অনুরাগ থিয়েটার প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে আনে আব্দুল হাই দুর্বার রচিত ও নাছির আহমেদের নির্দেশনায় ‘ময়নার চর’ নাটকের ৩টি প্রদর্শনী হয়েছে।
×