ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বৃষ্টির আগে মুনরো-ঝড়

প্রকাশিত: ০৪:২৮, ২ জানুয়ারি ২০১৮

বৃষ্টির আগে মুনরো-ঝড়

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন বছর শুরু হলেও পুরনোকে জীর্ণতা ঝেড়ে ফেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ! নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি২০তেও রান হজম করেছে সফরকারী ক্যারিবীয় বোলাররা। যদিও বৃষ্টির বাগড়ায় শেষ পর্যন্ত আর লজ্জার মুখে পড়তে হয়নি কার্লোস ব্রেথওয়েটদের। বৃষ্টি ভাসিয়ে নিয়ে গেছে সিরিজের দ্বিতীয় টি২০। না হলে সফরে টানা সপ্তম হারের তিক্ত স্বাদ পেতে হতো। পরিত্যক্ত হওয়ার আগে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন কলিন মুনরো। নিউজিল্যান্ডের হয়ে রেকর্ড দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরির পথে ৬৬ রান করে আউট হন তিনি। ফলে ৯ ওভারেই ৪ উইকেটে ১০২ রান তুলে নিয়েছিল নিউজিল্যান্ড! এই ইনিংস খেলার পথে একটা রেকর্ড ঠিকই গড়েছেন মুনরো। বাঁহাতি এই ব্যাটসম্যান ফিফটি তুলে নেন ১৮ বলে। যেটি টি২০তে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের দ্বিতীয় দ্রুততম ফিফটি। সব মিলিয়ে যৌথভাবে চতুর্থ দ্রুততম। নিউজিল্যান্ডের দ্রুততম ফিফটির রেকর্ডও মুনরোর। ২০১৬ সালের জানুয়ারিতে তিনি অকল্যান্ডে শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করেছিলেন মাত্র ১৪ বলে। মুনরো ভাঙ্গেন মার্টিন গাপটিলের ১৯ বলে ফিফটির আগের রেকর্ড। মুনরোর ১৪ বলে ফিফটি বিশ্ব রেকর্ডের তালিকায় দ্বিতীয় স্থানে আছে। ২০০৭ টি২০ বিশ্বকাপে, ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের যুবরাজ সিংয়ের ১২ বলে ফিফটি সবার ওপরে। সোমবার ২০১৮ বছরের প্রথম দিনে মুনরো ওপেনিংয়ে নেমে মুখোমুখি দ্বিতীয় বলে চার হাঁকিয়ে রানের খাতা খুলেছিলেন। পঞ্চম ওভারে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কার্লোস ব্রেথওটেকে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ১৮ বলে পূর্ণ করেন ফিফটি। পরের ওভারে কেসরিক উইলিয়ামসের প্রথম চার বলে হাঁকান টানা চারটি চার! অবশ্য পরের বলেই রোভম্যান পাওয়েলকে ক্যাচ দিয়ে ফেরেন। শেষ পর্যন্ত ২৩ বলে ১১ চার ও ৩ ছক্কায় ৬৬ রানের ঝড়ো ইনিংসটি সাজান মুনরো। অর্থাৎ তার ৬৬ রানের ৬২-ই এসেছে বাউন্ডারি থেকে! সঙ্গে একটি ডাবল ও দুটি সিঙ্গেল। মুনরো বিদায়ী ২০১৬ বছরের শুরু টাও করেছিলেন বিধ্বংসীভাবে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি২০তে ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর নবেম্বরে রাজকোটে এ রকমই বিধ্বংসী ইনিংস খেলে অনন্য কীর্তি গড়েছিলেন। টি২০তে দুটি সেঞ্চুরি নেই আর কারও।
×