ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পশ্চিম তীরে বসতি ॥ বৈধতা দিতে উদ্যোগ লিকুদ পার্টির

প্রকাশিত: ০৪:০০, ২ জানুয়ারি ২০১৮

পশ্চিম তীরে বসতি ॥ বৈধতা দিতে উদ্যোগ লিকুদ পার্টির

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকে কার্যত বৈধতা দেয়ার জন্য উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে একটি প্রস্তাবে সমর্থন করার জন্য দলটির সদস্যদের বলা হয়েছে। পশ্চিম তীর নিজেদের ভবিষ্যত রাষ্ট্রের অংশ হবে বলে ফিলিস্তিনীরা দাবি করে থাকে। ইয়াহু নিউজ। বসতি স্থাপন ইস্যুটি বেসামরিক আইনের আওতায় আনার মাধ্যমে নতুন বসতি নির্মাণ ও সম্প্রসারণের কাজ সহজ করবে ইসরাইল। ওই ভূমি বর্তমানে সেনাবাহিনীর আওতাধীন। দেশটির প্রতিরক্ষামন্ত্রীই কেবল ভূমি সংক্রান্ত কোন সিদ্ধান্ত নিতে পারেন। তবে সেখানে বসতি স্থাপনকারীরা ইসরাইলের বেসামরিক আইনের আওতায় রয়েছে। লিকুদ পার্টির এক সভায় জননিরাপত্তা মন্ত্রী জিলাদ এরদান বলেন, ‘জুদিয়া ও সামারিয়া (পশ্চিম তীর) এলাকায় বসবাসকারী ইহুদী বসতি স্থাপনকারীদের আমরা ইসরাইলের সার্বভৌমত্বের অধীনে নিয়ে আসতে চাই। বসতি স্থাপনকারী ভাইদের জন্য এটি করার আমাদের নৈতিক দায় ও বাধ্যবাধকতা রয়েছে।’ প্রস্তাবটি আইনত বাধ্যতামূূলক নয়। নেতানিয়াহু এটি মানতে বাধ্য নন। তিনি ওই বৈঠকে উপস্থিত ছিলেন না। লিকুদ পার্র্র্টির সেন্ট্রাল কমিটির ওই বৈঠকে মন্ত্রী ও এমপিসহ কয়েক শ’ পার্টি প্রতিনিধি যোগ দিয়েছিলেন। এর আগেও অন্তত দুবার পার্র্র্টি সেন্ট্রাল কমিটির প্রস্তাব নেতৃবৃন্দ উপেক্ষা করেছেন। যেমন ২০০২ সালে পার্টি ফিলিস্তিন রাষ্ট্র প্রস্তাবের বিপক্ষে প্রস্তাব গ্রহণ করেছিল কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন তা সমর্থন করেননি। একই রকম ঘটনা ঘটে ২০০৯ সালে, ফিলিস্তিন ইস্যুতে দলীয় প্রস্তাবের বিরোধিতা করেন নেতানিয়াহু। ওই বছর এক গুরুত্বপূর্ণ ভাষণে তিনি শর্ত সাপেক্ষে ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা মেনে নেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সর্বশেষ আনা প্রস্তাব নেতানিয়াহুর প্রতি দলের দক্ষিণপন্থী অংশের সমর্থন তুলে ধরছে। জনসমর্থন যাচাই করার জন্য তিনি আগাম নির্বাচন দিতে পারেন। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে। তার বিরুদ্ধে এখন দুটো দুর্নীতির মামলার তদন্ত চলছে। নেতানিয়াহু অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। যদিও ২০০৯ সালের আগে দেশটিতে সাধারণ নির্বাচনের সম্ভাবনা নেই কিন্তু মামলা নিয়ে নেতানিয়াহু ও দলের মধ্যে সমর্থকদের উদ্বেগের জন্য সেটি এগিয়ে আনার সম্ভাবনা রয়েছে। ইসরাইলের ১৯৬৭ সালের অধিকৃত ভূখ-ে বসতি স্থাপনকে অধিকাংশ দেশ অবৈধ মনে করে।
×