ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ভ্যাট বসছে আরব দুনিয়ায়

প্রকাশিত: ০৬:২১, ৩১ ডিসেম্বর ২০১৭

ভ্যাট বসছে আরব দুনিয়ায়

আরব দুনিয়ায় কর বিহীন কেনাকাটায় দাঁড়ি পড়তে চলেছে শীঘ্রই। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহি সরকারের সূত্রে সেই ইঙ্গিত মিলেছে। এতে করমুক্ত জীবনযাত্রার হাতছানিতে বিদেশ থেকে আরব দুনিয়ায় চাকরি করতে যাওয়ার প্রবণতায় ভাটা পড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তিন বছর আগেই ধস নামে তেলের দামে। তার পর থেকেই টান পড়েছে রাজকোষে। খরচ চালাতে জেরবার তেল নির্ভর আরব দুনিয়ার সরকার। সেই কারণে আগামী ১ জানুয়ারি থেকেই ৫ শতাংশ হারে যুক্তমূল্য কর বা ভ্যাট বসানোর পরিকল্পনা করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)। সেক্ষেত্রে খাদ্য সামগ্রী, জামাকাপড়, বৈদ্যুতিক পণ্য, পেট্রল, ফোন, জল, বিদ্যুতের বিল, হোটেল বুকিং, সবই ভ্যাটের আওতায় আসবে বলে ইঙ্গিত। উপসাগরীয় অঞ্চলের তেল নির্ভর অন্যান্য দেশেও কিছু দিনের মধ্যেই ভ্যাট চালু হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। -অর্থনৈতিক রিপোর্টার
×