ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তেহরান সফরে আসছেন ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

প্রকাশিত: ০৩:৫৬, ২৬ ডিসেম্বর ২০১৭

তেহরান সফরে আসছেন ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শীঘ্রই তেহরান সফরে আসছেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। তিনি তেহরানে সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ের সময় এ তথ্য জানান। কাসেমি বলেন, আগামী সপ্তাহে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ইরান সফর করবেন এবং তার পরপরই প্রেসিডেন্ট ম্যাক্রোঁনের সফর অনুষ্ঠিত হবে। খবর ওয়েবসাইটের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাতিল করার চেষ্টা করছেন তখন ইউরোপীয় ইউনিয়ন এই সমঝোতা বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই সমঝোতা বাস্তবায়নের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। এদিকে, ইরানী বংশোদ্ভূত ব্রিটিশ নারী সাংবাদিক নজানিন যাগারি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের কারাগার থেকে মুক্তি পাবেন বলে ব্রিটিশ গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তাকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন কাসেমি।
×