ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জম্মুতে পাক বাহিনীর হামলায় ভারতীয় মেজরসহ চার সেনা নিহত

প্রকাশিত: ০৫:১৬, ২৫ ডিসেম্বর ২০১৭

জম্মুতে পাক বাহিনীর হামলায় ভারতীয় মেজরসহ চার সেনা নিহত

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে পাকিস্তানের বর্ডার এ্যাকশন টিম (বিএটি) সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর এক মেজরসহ চার সেনা নিহত হয়েছেন। শনিবার জম্মুর রাজৌরি জেলায় এ ঘটনা ঘটে। -এনডিটিভি ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার দুপুর সোয়া ১২টার দিকে হামলার ঘটনাটি ঘটে। ভারতীয় সেনাবাহিনীর সূত্রগুলো এনডিটিভিকে জানিয়েছে, তাদের সেনাদের ওপর হামলা চালাতে পাকিস্তানী বর্ডার অ্যাকশন টিম (বিএটি) ওই এলাকার আন্তর্জাতিক সীমান্ত হিসেবে বিবেচিত নিয়ন্ত্রণ রেখার ভারতীয় পাশের প্রায় ৪০০ মিটার ভিতরে অনুপ্রবেশ করেছিল। এনডিটিভি বলছে, বিএটি-র ওই হামলা নিয়ে ভারতীয় সেনাবাহিনী দাফতরিকভাবে কিছু জানায়নি, কিন্তু সূত্রগুলো জানিয়েছে, হামলায় মেজর মোহরকার প্রফুল্ল আম্বাদাস, ল্যান্স নায়েক গুরমেইল সিং, ল্যান্স নায়েক কুলদীপ সিং এবং সিপাহী প্রগত সিং নিহত হয়েছেন। হামলায় আহত অপর এক সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানায়, তারা পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন পোস্ট লক্ষ্য করে প্রবল ও কার্যকরী পাল্টা হামলা চালিয়েছে।
×