ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় সাওল হার্ট সেমিনার সম্পন্ন

প্রকাশিত: ০৩:৫৬, ২৪ ডিসেম্বর ২০১৭

জাতীয় সাওল হার্ট সেমিনার সম্পন্ন

শনিবার ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ অডিটরিয়ামে শেষ হলো ২ দিনব্যাপী ১৭তম জাতীয় সাওল হার্ট সেমিনার। বিনা রিং, বিনা অপারেশনে হৃদরোগ প্রতিকার ও প্রতিরোধের পথিকৃৎ প্রতিষ্ঠান সাওল হার্ট সেন্টারের উদ্যোগে জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সাওল হার্ট সেন্টার-বাংলাদেশের চেয়ারম্যান কবি মোহন রায়হান। মূল বক্তা নন-সার্জিক্যাল হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডাঃ বিমল ছাজেড়, এমবিবিএস, এমডি। তিনি হৃদরোগের ১৫টি কারণ, বিনা অপারেশনে হৃদরোগ প্রতিকার ও প্রতিরোধ এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মানসিক চাপ, অতি ওজন ইত্যাদি রোগের আধুনিক চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের মেম্বার সেক্রেটারি শেখ হাফিজুর রহমান, সাবেক এমপি ও সাবেক ডাকসু ভিপি আখতারুজ্জামান, ইউএস-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মেজর জেনারেল (অব) প্রফেসর বিজয় কুমার সরকার, রোটারি ক্লাব অব শ্যামলী, ঢাকার সাবেক সভাপতি ডিডি ঘোষাল, বাংলাদেশ আই হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান ডাঃ মাহবুবুর রহমান চৌধুরী, ডাঃ সিরাজুল ইসলাম মেড্যিাকল কলেজ ও হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ও কার্ডিওলজিস্ট ডাঃ এএফএম সাখাওয়াৎ হোসেন। -বিজ্ঞপ্তি।
×