ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে আবারও হামলা, লুট ॥ আহত ১০

প্রকাশিত: ০৬:৩৪, ২৩ ডিসেম্বর ২০১৭

লক্ষ্মীপুরে আবারও হামলা, লুট  ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২২ ডিসেম্বর ॥ রামগতির বয়ারচরে শুক্রবার ভোরে হাতিয়ার মোহাম্মদ আলীর সন্ত্রাসীবাহিনী আবারও হামলার করেছে। হামলায় তিনজন মহিলাসহ ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। বয়ারচরের টাংকি বাজার ও সেন্টার বাজার এলাকায় ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা ৩টি দোকান ও ১০-১২টি বাড়িতে হামলা চালিয়ে গহনাসহ মালামাল লুটপাট ও ভাংচুর করে। একই সঙ্গে ৮টি গরু লুটে নেয় সন্ত্রাসীরা। ওই সন্ত্রাসী বাহিনীদের বন্দুকের ভয়ে এলাকার মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন। নোয়াখালীর কোস্টগার্ড পুলিশের সামনে এসব ঘটনা ঘটেছে বলে এলাকার ভুক্তভোগীদের অভিযোগ। রামগতি উপজেলার বয়ারচর মৌজার এলাকাবাসীকে উচ্ছেদ করে বয়ারচর এলাকার পুরো ফসলি জমি দখলের জন্য মোহাম্মদ আলীর অস্ত্রধারী সন্ত্রাসীবাহিনী এ হামলা চালিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকার মানুষ পুনঃহামলার আশঙ্কায় সাংবাদিকদের কাছেও কথা বলতে ভয় পাচ্ছেন। গত কয়েকদিন আগে টাংকি বাজার থেকে দোকানদার মোশারফসহ দু’জনকে অপহরণ করে একলাখ টাকার বিনিময়ে মুক্তি দিয়েছে সন্ত্রাসীবাহিনী। নোয়াখালী পুলিশ ও কোস্টগার্ডের সামনে এসব ঘটনা ঘটলেও তারা নির্বিকার। অব্যাহতভাবে এসব হামলা চালানো হচ্ছে তাদের ভিটে-বাড়ি থেকে উচ্ছেদ করে সেসব দখলের জন্য। এ নিয়ে এলাকায় আইনশৃঙ্খলা দ্রুত অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর একান্ত হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
×