ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজয় মেলা শুরু আজ

প্রকাশিত: ০৪:০৯, ২২ ডিসেম্বর ২০১৭

বিজয় মেলা শুরু আজ

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ২১ ডিসেম্বর ॥ মুক্তিযুদ্ধের ঐতিহাসিক পটভূমি ও উত্তাল সময়ের স্মৃতিচারণ, মুক্তবুদ্ধি চর্চা, এতদ্বঞ্চলের সাংস্কৃতিক বিকাশ ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে উপজেলায় প্রতিবারের মতো এবারও আজ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা জোরারগঞ্জ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। আজ বিকেল ৩টায় মেলা উদ্বোধন করবেন পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কবীর আহাম্মদ, মহাসচিব মুক্তিযোদ্ধা আবুল হাশিম ও প্রধান সমন্বয়ক মকসুদ আহমদ চৌধুরী জানান, প্রতিদিন বিজয় মেলায় থাকছে দেশের খ্যাতিমান শিল্পী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধের নাটক ও স্মৃতিচারণমূলক আলোচনা সভা। যশোর বিভাগ দাবি স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বৃহত্তর যশোরকে বিভাগ করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। যশোর বিভাগ আন্দোলন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। উপস্থিত ছিলেন যশোর বিভাগ আন্দোলন পরিষদের আহ্বায়ক এ্যাডভোকেট এনামুল হক, সদস্য সচিব হাবিবুর রহমান খাঁন, প্রবীণ শিক্ষক তারাপদ দাস, প্রবীণ আইনজীবী কাজী আব্দুস শহীদ লাল, মুক্তিযোদ্ধা রবিউল আলম, মাস্টার নূর জালাল, ইকবাল কবির জাহিদ, জাকির হোসেন হবি, এ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, আহসান উল্লাহ ময়না, জিল্লুর রহমান ভিটু, হারুন অর রশীদ প্রমুখ।
×