ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

জেরুজালেম ইস্যুতে সাধারণ পরিষদে ভোটের প্রতিক্রিয়া

সহায়তা বন্ধের হুমকি ট্রাম্পের

প্রকাশিত: ০৩:৫০, ২২ ডিসেম্বর ২০১৭

সহায়তা বন্ধের হুমকি ট্রাম্পের

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য এলাকায় বিক্ষোভ প্রতিবাদ চলছে। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ বিষয়ে আনা একটি প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেয়ার পর বৃহস্পতিবার সাধারণ পরিষদের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়। ট্রাম্প হুমকি দিয়েছেন, যেসব দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেবে তাদের অর্থনৈতিক সাহায্য দেয়া হবে না। গার্ডিয়ান, আলজাজিরা ও ভয়েস অব প্যালেস্টাইন। জাতিসংঘ সাধারণ পরিষদে বৃহস্পতিবার বিশেষ অধিবেশন আহ্বান করা হয়। ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা ও প্রস্তাব পাস করার উদ্দেশ্য। এর আগে এ বিষয়ে নিরাপত্তা পরিষদে মার্কিন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আনা প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ১৪টি দেশ সমর্থন করলেও যুক্তরাষ্ট্র ভেটো দেয়। জাতিসংঘে নিযুক্ত নিকি হ্যালি একযোগে ১৪ টি দেশের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দেয়ায় ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেছেন, এ ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য ‘অপমানজনক’। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘কারা এবার ( সাধারণ পরিষদে) ভোট দেয় আমরা দেখব। তারা কোটি, কোটি ডলার সাহায্য নিয়ে থাকে আর আমাদের বিরুদ্ধেই ভোট দেয়। আমরা তাদের আর্থিক সহায়তা আর দেব না। এতে প্রচুর অর্থ বাঁচবে। এ নিয়ে কে কি বলবে তাতে আমাদের কিছু যায় আসে না।’ এর আগে টুইটারে হ্যালি বলেন, জাতিসংঘে আমাদেরকে সবসময় বেশি কিছু দিতে ও করতে বলা হয়। কিন্তু যখন আমরা দেশের মানুষের ইচ্ছা অনুযায়ী আমাদের দূতাবাস সরানোর মতো কোনও সিদ্ধান্ত নেই, তখন যাদেরকে আমরা সাহায্য করেছি তারা আমাদেরই বিপক্ষে যাবে সেটি আশা করি না। প্রস্তাবে ভোট দেয়া প্রত্যেকটি দেশের নাম টুকে নেবে যুক্তরাষ্ট্র এবং এদের মনে রাখবে বলেও টুইটে হুমকি দেন হ্যালি। ফিলিস্তিনী পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বুধবার অভিযোগ করেন, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবে ভোট না দেয়ার জন্য সদস্য দেশগুলোকে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। মালিকি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জেরুজালেম ইস্যুতে তাদের বিরোধিতাকারীদের হুমকি দিয়ে আরেকটি ভুল করল। বলেন, বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র যে নতুন ধারা প্রবর্তন করতে চাইছে তা অধিকাংশ দেশই প্রত্যাখ্যান করবে। বৃহ¯পতিবার সাধারণ পরিষদে নিজেদের প্রজ্ঞা দিয়ে কোন কোন দেশ ভোট দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এ হুমকি ধামকির কোন প্রভাব ভোটে পড়বে না বলেই মনে করছেন কয়েকজন উর্ধতন কূটনীতিক। ৬ ডিসেম্বর ট্রা¤প একতরফাভাবে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এতে মধ্যপ্রাচ্য ও মুসলিম দেশগুলোসহ গোটা বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ট্রাম্পের এ স্বীকৃতির প্রতিবাদে প্যালেস্টাইনের গাজা ও পশ্চিম তীরে নতুন করে বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়েছে। সংঘর্ষে ইসরাইলী সেনাদের গুলিতে এ পর্যন্ত ৭ ফিলিস্তিনী নিহত এবং আহত হয়েছেন দুই হাজারের বেশি ফিলিস্তিনী।
×