ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৪৬ বছরেও ভাতা পাননি মুক্তিযোদ্ধা মজিদ

প্রকাশিত: ০৬:৪২, ২১ ডিসেম্বর ২০১৭

৪৬ বছরেও ভাতা পাননি মুক্তিযোদ্ধা মজিদ

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২০ ডিসেম্বর ॥ উপজেলার রঘুনাথপুর মহল্লার মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ভূইয়া ৪৬ বছরেও সরকারী ভাতা পাননি। মুক্তিযোদ্ধার সকল বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ভাতা না পাওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। তার দুই ভাই আব্দুর রহিম ও রফিক মুক্তিযোদ্ধাদের সহায়তা করায় ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন। মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ভূইয়া ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন উপজেলার ফকিরগঞ্জ ইপিআর প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নেন। তার মুক্তিযোদ্ধা গেজেট নং-১৬৪৩। এ ছাড়া ২০১৪ সালে পীরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে তিনি ভোট দিয়েছেন। তার ভোটার নং- ২৬০। এলাকার একটি কুচক্রি মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। তার দাবি মৃত্যুর পূর্বে মুক্তিযোদ্ধার ভাতা পেয়ে মরতে চান তিনি।
×