ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহবাগে বাসের সিলিন্ডার বিস্ফোরণ, আতঙ্ক

প্রকাশিত: ০৫:১৩, ২১ ডিসেম্বর ২০১৭

শাহবাগে বাসের সিলিন্ডার বিস্ফোরণ, আতঙ্ক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বুধবার দুপুর বারোটার দিকে শাহবাগ মোড়ে ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান জনকণ্ঠকে জানান, চলন্ত অবস্থায়ই ঢাকা মেট্রো-ব-১৪-০৯০৩ নম্বরের মিডওয়ে পরিবহনের যাত্রীবাহী একটি বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর বাসে আগুন ধরে যায়। বাসটি প্রচ- ঝাঁকুনি দেয়। চালক দ্রুত বাসটি থামাতে সক্ষম হন। বাসের পেছন দিকে সিলিন্ডারটি ছিল। পেছনের দিকে তেমন যাত্রী ছিল না। ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির যাত্রীসহ আশপাশের মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত বাসের আগুন নিভিয়ে ফেলেন। শাহবাগ মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী জনকণ্ঠকে জানান, বাসটির চালক সামান্য দগ্ধ হয়েছে বলে জানা গেছে। বাসটি থানা হেফাজতে রাখা হয়েছে।
×