ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালিগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং দিলেন বিমান বাহিনী প্রধান

প্রকাশিত: ০৫:৪২, ২০ ডিসেম্বর ২০১৭

মালিগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং দিলেন বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমানবাহিনী মালিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনুসমা এ কন্টিনজেন্টের প্রতিস্থাপন শুরু করতে যাচ্ছে। বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এনডিসি, এসিএসসি মঙ্গলবার তেজগাঁওস্থ পুরাতন বিমানবন্দর ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর ওভারসিজ অপারেশন ডেপ্লয়মেন্ট সেলে মালিগামী কন্টিনজেন্টের সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমানবাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান। তিনি আরও বলেন, মালির পরিবেশ আমাদের দেশের মতো নয়, সেখানে কাজ করার জন্য আপনাদের প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা হয়েছে, আশা করি এ প্রশিক্ষণ আপনাদের দায়িত্ব পালনের পথকে সুগম করবে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকাস্থ এয়ার অফিসার এবং বিমান সদর ও ঘাঁটির উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -আইএসপিআর
×