ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুমন্ত গুপ্ত

অ্যাভেঞ্জার্স ॥ ইনফিনিটি ওয়ার

প্রকাশিত: ০৭:০৭, ১৪ ডিসেম্বর ২০১৭

অ্যাভেঞ্জার্স ॥ ইনফিনিটি ওয়ার

পৃথিবীকে বাঁচাতে হবে ভয়ঙ্কর এক শত্রুর হাত থেকে। তাই একসঙ্গে অভিযানে নেমেছে মার্ভেল কমিকসের সব সুপারহিরো। আয়রনম্যান থেকে শুরু করে ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, থর, ডক্টর স্ট্রেঞ্জ, স্পাইডারম্যান, ব্ল্যাক উইডো, উইন্টার সোলজার, ব্ল্যাক প্যান্থার, গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি বাহিনী; কে নেই! ফলে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ নামের ছবিতে দেখা যাবে দুনিয়ার সব বাঘা তারকাকে। এ দৃশ্য নজিরবিহীন। অনলাইনে এর ট্রেলার দেখতে তাই হুমড়ি খেয়ে পড়েছে সারাবিশ্বের ভক্তরা। সে জন্য তৈরি হয়ে গেছে নতুন এক ইতিহাস। ট্রেলার মুক্তি পেতে না-পেতেই নতুন ইতিহাস গড়েছে মার্ভেলের নতুন ছবি অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার। ইউটিউবে ছবির ট্রেলার মুক্তির পর ২৪ ঘণ্টায় দেখা হয়েছে ২৩ কোটি বার। এর আগে কোন ছবির ট্রেলার এত কম সময়ে এতবার দেখা হয়নি, জানিয়েছে মার্ভেল কর্তৃপক্ষ। অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার সিনেমাটি ইউনিভার্সের সবচেয়ে কাক্সিক্ষত ছবি। সেই ২০০৮ সালে আয়রনম্যান মুক্তির পর থেকেই এর প্রতীক্ষায় ছিল লাখো কোটি দর্শক। অবশেষে ১৮টি ছবির পর মার্ভেল আগামী বছর মুক্তি দিচ্ছে তাদের ফ্র্যাঞ্চাইজির তুরুপের তাস। তাই এ ছবিকে ঘিরে উত্তেজনার অন্ত নেই তাদের। ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’-এ দেখা যাবে জনপ্রিয় সুপারহিরো চরিত্র ‘স্পাইডারম্যানকে’। খবরটি নিশ্চিত করেছে স্পাইডারম্যান চরিত্রের নতুন তারকা টম হল্যান্ড। আসছে মার্ভেল ইউনিভার্সের জনপ্রিয় সিরিজ ‘অ্যাভেঞ্জার্স’-এর তৃতীয় কিস্তি। আবারও পৃথিবীকে বাঁচাতে মুখোমুখি লড়াইয়ে দেখা যাবে সুপারহিরো ও সুপারভিলেনদের। ‘অ্যাভেঞ্জার্স’-এর নতুন পর্ব ‘ইনফিনিটি ওয়ার’-এ এবার থানোসদের সঙ্গে লড়তে দেখা যাবে জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যানকেও। হলিউডের প্রথম সারির তারকা রবার্ট ডাউনি জুনিয়র (আয়রনম্যান), টম হল্যান্ড (স্পাইডারম্যান), ক্রিস প্রাটসহ কলাকুশলীরা নিজেদের সামাজিক যোগাযোগের অ্যাকাউন্টে ইউটিউব লিংকটি শেয়ার করেছেন। ছবিটিতে আরও অভিনয় করেছেন স্কারলেট জোহানসন (ব্ল্যাক উইডো), মার্ক রাফালো (হাল্ক), ক্রিস ইভান্স (ক্যাপ্টেন আমেরিকা), জেরেমি রেনার (হাউকি), এলিজাবেথ ওলসেন, অ্যান্থনি ম্যাকি, পল রুড (অ্যান্ট-ম্যান), জোয়ি স্যালডানা, ডেভ বাউটিস্টা, পম ক্লেমেনটিয়েফম, বেনেডিক্ট কাম্বারব্যাচ (ডক্টর স্ট্রেঞ্জ), চ্যাডউইক বোসম্যান (ব্ল্যাক প্যান্থার), টম হিডেলস্টন (লকি), সেবাস্তিয়ান স্ট্যান, পিটার পিঙ্কলেজ, জশ ব্রোলিনসহ অনেকে। ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের চতুর্থ ছবিটিতে একসঙ্গে দেখা যাবে ফ্রাঞ্চাইজিটির প্রায় সব চরিত্রকে। ‘অ্যাভেঞ্জার্স’ বাহিনীর সদস্য থেকে শুরু“ করে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’র সদস্য, ডক্টর স্ট্রেঞ্জ, অ্যান্টম্যানসহ সবাই একত্র হয় নিজেদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু থানোসের বিরুদ্ধে লড়তে। অসীম শক্তিসমৃদ্ধ ধাতুর দস্তানা পরে পৃথিবীর নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে থানোস। ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’ মুক্তি পাবে ২০১৮ সালের ৪ মে। এটি যৌথভাবে পরিচালনা করেছেন দুই ভাই জো রুশো ও অ্যান্থনি রুশো। তারা এর আগে ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের দুটি ছবি পরিচালনা করেন। দুই ভাই জানিয়েছেন, ২০০৮ সালে ‘আয়রনম্যান’ ছবির মাধ্যমে যে গল্প শুরু“ হয়েছিল, ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’-এর মাধ্যমে এর সমাপ্তি হবে।
×