ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওদের কি বাঁচানো সম্ভব!

প্রকাশিত: ০৫:৩২, ১২ ডিসেম্বর ২০১৭

ওদের কি বাঁচানো সম্ভব!

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জেলার শ্রীনগর উপজেলার দোগাছি গ্রামের মোঃ আবু কালামের ঘরে জন্ম নিয়েছে জোড়া লাগা যমজ শিশু। দেখতে দুটি শিশু হলেও তাদের শরীর কাজ করছে একটি মানবদেহের মতো। আজব এক সঙ্গে পেটে জোড়া লাগানো অবস্থায় জন্ম নিয়েছে দুটি মেয়ে সন্তান। এরকমটি আর ঘটেছে কিনা তাও বলতে পারেনা কেউ। তবে এর পূর্বে দেশে মাথার জোড়া লাগানো দুটি শিশু জন্ম নিলে চিকিৎসকরা তাদের আলাদা করলেও এ শিশুদের ক্ষেত্রে দুজনকে একসঙ্গে বাঁচানো সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানা যায়, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দোগাছি গ্রামের মোঃ আবু কালামের স্ত্রী তাছলিমা আক্তার রিতা (৩৪) গত ৫ ডিসেম্বর মঙ্গলবার ঢাকার ধূপখোলা আজগর আলী হসপিটালে সিজারের মাধ্যমে এক সঙ্গে পেটে জোড়া লাগানো দুটি কন্যা সন্তানের জন্ম দেন।
×