ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন ওয়ালিদ

প্রকাশিত: ০৬:০৭, ১০ ডিসেম্বর ২০১৭

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন ওয়ালিদ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আশ্বাস নিয়ে অবশেষে অনশন ভাঙলেন সেই ওয়ালিদ আশরাফ। ১৫তম দিনে এসে অনশন ভাঙলেও ডাকসু নির্বাচনের দাবির প্রতি তার অবস্থানে তিনি অটল রয়েছেন। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান ডাকসু নির্বাচনের আশ্বাস দিয়ে কলা ও পানি খাইয়ে ওয়ালিদ আশরাফের অনশন ভাঙান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী। অনশন ভাঙার আগে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান ডাকসু নির্বাচনের আশ্বাস দিয়ে বলেন, ডাকসু নির্বাচন যেন হয়, সেজন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। আশা রাখি সবার কাক্সিক্ষত সেই ডাকসু নির্বাচন হবে। নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার অপসংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে পারব। এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি শুরু করব আমরা।
×