ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে ব্রিজ আছে রাস্তা নেই!

প্রকাশিত: ০৪:৪৩, ৮ ডিসেম্বর ২০১৭

মীরসরাইয়ে ব্রিজ আছে রাস্তা নেই!

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ৭ ডিসেম্বর ॥ চট্টগ্রামের মীরসরাইয়ে দীর্ঘ ২০ বছর ধরে পড়ে আছে রাস্তা বিহীন একটি ব্রিজ। উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকির হাটের দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ব্রিজটি ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের অর্থায়নে করা হয়েছিল। কিন্তু রাস্তা ছাড়া ব্রিজটি করার কারণে এটি অকেজো অবস্থায় পড়ে আছে। এলাকাবাসী জানান, ১৯৯৬-৯৭ সালের দিকে ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যন জিএস কামাল উদ্দিন মধ্যম ওয়াহেদপুর এলাকার মানুষের চলাচলের জন্য এখানে একটি রাস্তা তৈরির উদ্যোগ নেয়। বিএস সিটেও এখানে রাস্তার নকশা রয়েছে এবং রাস্তাটি রেকর্ড করা। ওই উদ্যোগের অংশ হিসেবে ব্রিজটি তৈরী করা হয়েছিল। নোবিপ্রবির ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীকে আর্থিক সহায়তা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স এর প্রথম ব্যাচের ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী মাহফুজ আল আহসানকে আর্থিক সহায়তা প্রদান করেছে নোবিপ্রবি এ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের (এসিসিই) অ্যালাইমনাই এসোসিয়েশন। অ্যালাইমনাই এর পক্ষ হতে সভাপতি সুকান্ত ভৌমিক, সহ-সভাপতি শোভন ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র দাস বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের উপস্থিতিতে ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স এর সহকারী অধ্যাপক মো. তাজুল ইসলামের হাতে নগদ ৪০ হাজার টাকা প্রদান করেন। মঙ্গলবার উপাচার্যের দপ্তরে আনুষ্ঠানিকভাবে এ অর্থ দেয়া হয়। -বিজ্ঞপ্তি
×