ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাতৃমৃত্যু ॥ এসডিজি অর্জনে গ্রামে সফর করবেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৯:০৮, ৪ ডিসেম্বর ২০১৭

মাতৃমৃত্যু ॥ এসডিজি অর্জনে গ্রামে সফর করবেন স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ মাতৃমৃত্যু হারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে তৃণমূল ও প্রত্যন্ত অঞ্চল পর্যায়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন সফর করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার সচিবালয়ে ‘স্বাস্থ্যসেবার সার্বিক মান উন্নয়নে করণীয়’ বিষয়ক সভায় সভাপতিত্বকালে তিনি এই সিদ্ধান্ত জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশু মৃত্যুহার কমানোর লক্ষ্যমাত্রা অর্জন করে বাংলাদেশ জাতিসংঘের এমডিজি পুরস্কার পেয়েছে। প্রত্যাশিত মাতৃ মৃত্যুহার অর্জন না হলেও সাফল্যের অগ্রযাত্রা সন্তোষজনক ছিল। বিশ^ নেতৃবৃন্দও তাদের সূচকের উর্ধগতিতে প্রশংসা করেছে। আমাদের এই সাফল্যকে উর্ধে নিয়ে ২০৩০ সালের মধ্যে এমডিজি অর্জনের জন্যে আমাদেরকে আরও জোরদার ও কার্যকর কর্মসূচী হাতে নিতে হবে। এর অংশ হিসাবে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে মাঠ পর্যায়ের মানুষের সঙ্গে মতবিনিময় সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয় সভায়।
×